promotional_ad

মুস্তাফিজের ইনজুরি সুযোগ বাড়াচ্ছে বাকিদেরঃ সাকিব

promotional_ad

দলের সঙ্গে দেরাদুন যাওয়া হয়নি টাইগারদের টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসানের। তবে এর দুই দিন পর বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে দেশ ছাড়েন এই অলরাউন্ডার।


দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে জানিয়েছেন, টাইগারদের লক্ষ্যের কথা। জানিয়েছেন প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা দেয়ার। 


বৃহস্পতিবার সকাল দশটার ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সাকিব। বিমানে উঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয় নিয়েই খোলামেলা কথা বলেন সাকিব। তিনি বলেন,


'লক্ষ্যটা অবশ্যই জেতা। সবাই তো জয়ের জন্যই খেলতে চায়। আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ খেলার। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো শুরু করতে পারি এবং মোমেন্টাম আমাদের দিকে থাকে পরের দুই ম্যাচ আমাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি।'



promotional_ad

এদিকে আসন্ন সফরটি থেকে ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে স্কোয়াডে ঢুকেছেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু। 


তবে মুস্তাফিজের অনুপস্থিতি বাকিদেরকে সুযোগ করে দিয়েছে তাদেরকে প্রমাণ করার জন্য। কিন্তু ফিজকে ছাড়া সিরিজটা কঠিন হবে বাংলাদেশের জন্যও বলে জানান এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আরও বলেন, 


'আমাদের দলের সেরা টি টোয়েন্টি বোলারকে পাচ্ছি না এটি তো স্বাভাবিকভাবেই বেশ কঠিন হবে। তবে এটি কিন্তু আরেকটি সুযোগ অন্য বোলারদের কিংবা আরেকজন ক্রিকেটারের জন্য।'


আসন্ন সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে জুনের ৩ তারিখ। এরপর ৫ এবং ৭ তারিখ বাকি দুটি টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং বাংলাদেশ দল। 



বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন অপু, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball