দেশ ছাড়লেন সাকিব

ছবি:

আইপিএল মিশন শেষে গেল সোমবার দেশে ফিরেছিলেন টাইগারদের টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখেই দ্রুত দেশে ফিরে আসেন তিনি।
যদিও দেশে ফিরে এসে সতীর্থদের সঙ্গে দেরাদুন যাননি সাকিব। আসন্ন সফরটির জন্য সেখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মঙ্গলবার দেশ ছাড়ে বাংলাদেশ দল।
তবে আগেই জানা ছিল যে, ৩১ তারিখ বৃহস্পতিবার সকালের ফ্লাইটেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়বেন সাকিব। সেই অনুযায়ী সকাল দশটার ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি।

সেখান থেকে দেরাদুনে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও সেখানে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
এদিকে আসন্ন সফরটি থেকে ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে স্কোয়াডে ঢুকেছেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু।
আসন্ন সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে জুনের ৩ তারিখ। এরপর ৫ এবং ৭ তারিখ বাকি দুটি টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং বাংলাদেশ দল।
বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন অপু, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।