মুস্তাফিজের বিকল্প ঘোষণা

ছবি:

টাইগার পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে পাওয়া বাঁ পায়ের চোটে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন। দেশে ফিরে দলের সাথে অনুশীলন করেছিলেন এই পেসার। খেলেছিলেন একটি প্রস্তুতি ম্যাচও। তবে, সফরের একেবারে আগ মূহুর্তে তার বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়ে।
মুস্তাফিজের বিকল্প নিয়ে বেশ ভাবনায় পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেট দেখেই মুস্তাফিজুরের বিকল্প খেলোয়াড়কে দেরাদুনে পাঠানোর কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

অবশেষে আফগানদের বিপক্ষে টি২০ সিরিজে অংশ নিতে পেসার আবুল হাসান রাজুকে দেরাদুনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কবে দলের সাথে তিনি যোগ দেবেন তা জানা যায়নি।
দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জুন। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টিটি হবে যথাক্রমে ৫ ও ৭ জুন। এর পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট সফরে যাবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও আবুল হাসান।