স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

ছবি:

স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন এক ম সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাছাড়া আগামী ১০ জুন থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়্যাল লন্ডন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
কোচ ও অধিনায়কের পরামর্শে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে। তার বদলে স্কটল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচের সিরিজের দলে ডাকা হয়েছে স্যাম বিলিংসকে।
২০১৪ সালের পর এবারই প্রথমবারের মতো স্কটল্যান্ডের মাটিতে খেলবে ইংল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডে স্বাগবাগতিকদের ৩৯ রানে হারিয়ে মাঠ ছেড়েছিল ইংল্যান্ড। এই সিরিজটি মূলত অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার জন্যই খেলছে ইংলিশরা।

ইংল্যান্ড বর্তমানে আইসিসির ওয়ানডে র্যঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিতেছে ইংল্যান্ড। সেবার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-১ ব্যাবধানে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল তারা।
স্কটল্যান্ড সিরিজের ইংল্যান্ড দলঃ ইয়ন মরগান, মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকেস, মার্ক উড।
অস্ট্রেলিয়া সিরিজের ইংল্যান্ড দলঃ ইয়ন মরগান, মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কাড়েন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশীদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।