আরও শক্ত মানসিকতা নিয়ে ফিরবে স্মিথঃ গ্রায়েম

ছবি:

বল টেপারিং কান্ডের পর ক্রিকেট থেকে এক বছরের জন্য নিশিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নিশিদ্ধ হওয়ার পাশাপাশি হারিয়েছেন অস্ট্রেলিয়া দলের নেতৃত্বও।
যেকারণে প্রায় তিন মাস ধরে ক্রিকেট থেকে দূরে আছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। নিষিদ্ধ থাকলেও বেশ কয়েকটি ক্লাব ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন তিনি।
এদিকে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন আরও শক্ত মানসিকতা নিয়ে ক্রিকেটে ফিরবেন স্মিথ। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছেন দক্ষিন আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।

স্মিথ মনে করেন, ম্যাচ জেতার জন্য অস্ট্রেলিয়ারা কি করবে সেটা বুঝছিলনা, সেকারণেই এমন পন্থা অবলম্বন করেছিলেন তারা। সম্প্রতি এক সাক্ষাতকারে গ্রায়েম স্মিথ বলেন,
'তাদের মানসিকতা এমন ছিল যে জিততেই হবে। সেজন্য তারা ভালো মন্দ কোনকিছু বুঝে উঠতে পারেনি সেসময়। আমি স্মিথের সাথে কথা বলতে চাই, তাকে প্রশ্ন করতে চাই তারা কি মানসিকতা নিয়ে সেদিন মাঠে নেমেছিল যে এমন ভুল করে বসলো।
সে তো এখন তার ভুল বুঝতে পারছে তাই, আলাপআলোচনাটা দারুণ হবে আমি মনে করি। তবে সে এখনও তরুণ, মানুষ মাত্রই ভুল। আমি আশা করছি সে ঘুরে দাঁড়াবে খুব ভালোভাবে। সে আরও শক্ত মানসিকতা নিয়ে ক্রিকেটে ফিরবে।'