কে এই দারউইশ রাসুলি?

ছবি:

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তানের ১৬ সদস্যের স্কোয়াডে প্রথম বারের মত ডাক পেয়েছেন ব্যাটসম্যান দারউইশ রাসুলি।
স্কোয়াডে জায়গা করে নেয়া তরুণ এই ক্রিকেটার বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই বেশ জনপ্রিয় ক্রিকেট প্রেমীদের কাছে। গেল যুব বিশ্বকাপে নজরকাড়া পারফর্মেন্স ছিল তার।
এরপর প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম তিন ম্যাচে খেলেছেন ১৫৪, ২৪৯ ও অপরাজিত ২০০ রানের ইনিংস। ফাস্টক্লাস ক্রিকেটে ৮ ম্যাচে প্রায় ৮৩ গড়ে ৫ শতক আর তিন অর্ধশতকে তুলে নিয়ছেন ১০৭৩ রান।

আর লিস্ট-এ ক্রিকেটে মাত্র ৪ ম্যাচ খেলে রাসুলি ১ শতক আর ১ অর্ধশতকে রান করেছেন মোট ২৩০। সেখানে তার ব্যাটিং গড়টাও সমান ২৩০। ব্যাট হাতে এমন অসাধারণ পারফর্মেন্সের সুবাদেই জায়গা করে নিয়েছেন দলে।
তাই বোঝা যাচ্ছে আসন্ন সিরিজে আফগান স্পিনার রশিদ খান-মুজিব জাদরানদের সামলানোর পাশাপাশি ব্যাটসম্যান দারউইশ রাসুলিকেও সামাল দিতে হবে টাইগারদের।
আফগানিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড: আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, শারাফুদ্দিন আশরাফ, শাহপুর জাদরান ও আফতাব আলম, সামিউল্লাহ শিনওয়ারি, শফিকুল্লাহ শাদাক, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবদিন নায়েব, করিম জানাত।