promotional_ad

তামিমদের অধিনায়ক আফ্রিদি

promotional_ad

আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্ব একাদশ। গত বছর হ্যারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়ামগুলোর সংস্কার কাজের অর্থের জোগানের জন্যই আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচের।


বিশ্ব একাদশের স্কোয়াড আগেই ঘোষণা হয়েছে। দলটির অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগানের। কিন্তু আঙ্গুলের চোটে পড়েছেন এই ক্রিকেটার। ফলে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্ব একাদশ থেকে।


তার বদলি হিসেবে বিশ্ব একাদশে ডাক পেয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস। মরগানের অনুপস্থিতিতে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। এই অলরান্ডারেরও বিশ্ব একাদশে খেলা নিয়ে ছিল সংশয়।



promotional_ad

ইনজুরির কারণে এক পর্যায়ে নিজেকে সরিয়েই নিয়েছিলেন তিনি। তবে শেষমেশ বিশ্ব একাদশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তাছাড়া, ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যারিবিয়ান একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


তবে আফ্রিদি ফেরায় দলে কিছুটা হলেও ভারসাম্য ফিরেছে আবার। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব একাদশের হয়ে খেলবেন টাইগার ওপেনার তামিম ইকবাল।


বিশ্ব একাদশ দলঃ



শহীদ আফ্রিদি (পাকিস্তান), দীনেশ কার্ত্তিক (ইন্ডিয়া), মিশেল ম্যাকগ্লাশান (নিউজিল্যান্ড), থিসারা পেরেরা(শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), লুক রঙ্কি (নিউজিল্যান্ড),শোয়েব মালিক (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), সন্দ্বীপ লামিচান (নেপাল), আদিল রশিদ(ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), স্যাম বিলিংস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড), টাইমাল মিলস (ইংল্যান্ড)।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball