আফগানিস্তানের অভিষেক টেস্টের দলে চমক

ছবি:

আগামী মাসেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের। ভারতের ব্যাঙ্গালুরুতে ঐতিহাসিক এই ম্যাচ খেলবে আফগানরা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আসগর স্ট্যানিকজাইকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
দলে দারুণ চমক রয়েছে। আফগানরা ভারতের বিপক্ষে এক ঝাঁক তরুণ স্পিনার নিয়ে ম্যাচ খেলবে। অভিষেক টেস্টের জন্য আফগানিস্তানের স্কোয়াডে ডাকা হয়েছে চার স্পিনারকে। অফস্পিনার মুজিব উর রহমান এবং আমির হামজা।
তাদের সঙ্গে দলে রাখা হয়েছে লেগস্পিনার রশিদ খান এবং জহির খানকে। আফগান স্পিনারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ রশিদ খান। তাছাড়া, মুজিব উর রহমানও সাম্প্রতিক সময়ে দারুণ পারফরমেন্সে নিজের সামর্থ্য জানান দিয়েছেন। দুজনই খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে।

আইপিএলের এবারের আসরের রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল চায়না ম্যান জহির খানেরও। কিন্তু আঙুলের ইনজুরির কারণে একটি ম্যাচেও খেলা হয়নি তার। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে রানারআপ হওয়া আফগান যুব দলের সদস্য ছিলেন তিনি।
স্কোয়াডে রয়েছেন দুই জন অনভিষিক্ত ক্রিকেটার। বাঁহাতি চায়নাম্যান জহির খান ছাড়া ১৮ বছর বয়সী ডানহাতি পেসার বাফাদারকে অরথমবারের মতো দলে ডেকেছে আফগানিস্তান। বাকি ১৪ জন ক্রিকেটারই নিয়মিত। আগামী ১৪ই জুন ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামবে আফগানিস্তান।
ভারতের বিপক্ষে আফগানিস্তান স্কোয়াডঃ
আসগর স্ট্যানিকজাই, জাভেদ আহমাদি, ইহসানুল্লাহ, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নাসির জামাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আফসার জাজাই, মোহাম্মদ নাবি, রশিদ খান, আমির হামজা, সাইদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, বাফাদার এবং জহির খান।