অবসর নিয়ে মুখ খুললেন মাশরাফি

ছবি:

টি-টুয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন গতবছর, আর ইনজুরির কথা মাথায় রেখেই টেস্ট খেলা হয়না মাশরাফি বিন মর্তোজার। দেশের হয়ে এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলেন।
দলের দায়িত্ব ভারটাও তার কাঁধেই। তবে ওয়ানডে ফরম্যাটে আর কতদিন খেলবেন মাশরাফি এমন প্রশ্ন অনেকেরই। ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মাশরাফি নিজেই এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন।
মঙ্গলবার রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে পাঠকের ভোটে বর্ষসেরা হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সেখানেই নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে কথা বলেছেন এই টাইগার কাপ্তান।

দেশের হয়ে আরও এক বছর খেলার ইচ্ছা আছে তার। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিয়েই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। মাশরাফি বলেন,
‘১৮ বছর ধরে খেলছি। ইচ্ছে আছে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত যাওয়ার। সবাই দোয়া করবেন। চেষ্টা করি সব সময়ই ফিট থাকার। অনেক চোটে পড়েছি।
পাঁচ-ছয় বছর সামলে চলছি। দেখা যাক সামনে কী হয়। সব ঠিকঠাক থাকলে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে আছে।’
২০১৯ সালের জুন মাসে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। সেখানে গ্রুপ পর্বে মাশরাফির নেতৃত্বে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। হয়তো এই বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।