আকাশ চোপড়ার সেরা একাদশে হায়দ্রাবাদের তিন ক্রিকেটার

ছবি:

আইপিএল শেষ হওয়ার পর এবারের আসরের সেরা একাদশ নির্বাচন করেছেন অনেকেই। যেখানে জায়গা পেয়েছেন সদ্য সমাপ্ত আইপিএলের সেরা পারফর্মাররা।
এবার সর্বশেষ নিজের পছন্দের সেরা একাদশ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। আর সাবেক এই ডানহাতি ব্যাটসম্যানের একাদশে জায়গা হয়েছে হায়দ্রাবাদের তিন ক্রিকেটারের।
একাদশ নির্বাচনের সময় মূলত পারফর্মেন্সকেই গুরুত্ব দিয়েছেন তিনি। তার নির্বাচিত এই একাদশে আছেন মোট চার বিদেশী এবং সাত দেশীয় ক্রিকেটার।

ওপেনিং পজিশনের জন্য আকাশ বেঁছে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনিল নারাইন এবং কিংস ইলেভেন পাঞ্জাবের উইকেট রক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলকে।
তিন নম্বরে চেন্নাইয়ের রান মেশিন আম্বাথি রাইডু, চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান কেন উইলয়ামসন চারে এবং এবারের ইমার্জিং ক্রিকেটার রিশাভ পান্ট আছেন পাঁচ নম্বরে ব্যাট করার জন্য।
দলটির অধিনায়কত্ব করবেন চেন্নাই দলপতি মাহেন্দ্র সিং ধোনি, রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডারের ভুমিকায়।
হায়দ্রাবাদের আরেক স্পিনার রশিদ খান দলের নিয়মিত স্পিনার। পেস বোলিংয়ের দায়িত্ব সামাল দিবেন সিদ্ধার্থ কউল, উমেশ যাদব এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ড্রু টাই।
আকাশ চোপড়ার সেরা একাদশঃ সুনিল নারাইন, লোকেশ রাহুল, আম্বাথি রাইডু, কেন উইলয়ামসন, রিশাভ পান্ট, মাহেন্দ্র সিং ধোনি, কৃষ্ণাপ্পা গৌতম, রশিদ খান, অ্যান্ড্রু টাই, উমেশ যাদব, সিদ্ধার্থ কউল।