ফিক্সিংয়ের ঘটনায় নিষিদ্ধ দুই লঙ্কান ক্রিকেটার

ছবি:

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দুই লঙ্কান ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে প্রতিবেদন প্রকাশের আগেই তাদের নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ দুই ক্রিকেটারের মধ্যে একজন জিভান্তা কুলাতুঙ্গা। এই ৪৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে দুটি টি২০ ম্যাচ খেলেছেন। তাছাড়া ২০১৪ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কা জাতীয় নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পশ্চিম প্রদেশের প্রাদেশীক কোচ হিসেবে কর্মরত আছেন।
আরেকজন হলেন থারিন্ডু মেন্ডিস। এই সাবেক ক্রিকেটার গামপাহা অঞ্চলের কোচের দায়িত্ব পালন করছেন। মেন্ডিস জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেললেও প্রথম বিভাগের ক্রিকেট খেলেছেন। আল-জাজিরার প্রতিবেদনে এই দুজনকেই ফিক্সারের সাথে কথা বলতে দেখা গেছে।

আল-জাজিরার গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ফিক্সিং নিয়ে কথা বলতে দেখা যায় কুলাতুঙ্গাকে। তিনি বলতে থাকেন, " ক্রিকেট খেলা আমাদের কাছে প্রতিদিন সকালে দাত ব্রাশ করার মতো। কিন্তু আপনার পরিকল্পনা অনুযায়ী খেলা আমাদের জন্য অনেক সহজ কাজ, এটার জন্য আমাদের কোনো চাপ নেই।"
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধাণ মোহন ডি সিলভা জানিয়েছেন আল-জাজিরার প্রতিবেদন দেখেই তারা জড়িতদের তাৎক্ষনিক ভাবে নিষিদ্ধ করেছেন। তাছাড়া কোনো প্রকার দুর্নিতিতে তাদের সহনশীলতা নেই বলে জানিয়েছেন সিলভা।
"ডকুমেন্টারিতে তাদের নাম দেখে পর্যালোচনা করে তাৎক্ষনিক ভাবে তাদের আমরা নিষিদ্ধ করি। খেলাটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং আমরা আবারও বলতে চাই দুর্নিতির প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই।"
এদিকে, ফিক্সিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে গল স্টেডিয়ামের সহকারী ম্যানেজাকেও। তার বিরুদ্ধে ফিক্সারদের ইচ্ছে মতো পিচ বানানোর অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে গত বছর অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ম্যাচে ফিক্সারদের ইচ্ছে মতো পিচ বানিয়েছিলেন।