মঙ্গলবার ভারত যাচ্ছে বাংলাদেশ দল

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
আফগানদের বিপক্ষে সিরিজে অংশ নিতে মঙ্গলবার সকাল ১০ টায় দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। স্কোয়াডে থাকা ক্রিকেটার এবং সংশ্লিষ্ট সবাইকে সকাল ৮ টায় রিপোর্টিংয়ের জন্য সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার আইপিএল মিশন শেষে সোমবারই দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই দিন বিশ্রাম নিয়ে আগামী ৩১ জুন দলের সাথে যোগ দেবেন সাকিব।তাছাড়া তামিম ইকবাল ১ জুন দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে।

এই টাইগার ওপেনার আগামী ৩১ মে লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলবেন। ম্যাচ শেষেই ভারতের বিমান ধরবেন তিনি। দেরাদুনে একটি প্রস্তুতি ম্যাচ খেলার আগে ৩০ ও ৩১ মে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ।
টাইগাররা সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে ১ জুন। তারপর আগামী ৩ মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টি২০ সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৭ জুন।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহি।