জয়ী দল হতে চাই, ভদ্র নয়ঃ পেইন

promotional_ad

গত মার্চে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারীর পর প্রথমবারের মত ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুদিন আগেই অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছিলেন, ইংল্যান্ড সফরে বিশ্বের সবচেয়ে সৎ ও পেশাদার দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান অস্ট্রেলিয়াকে।


অবশ্য অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক টিম পেইন সম্প্রতি জানিয়েছেন তার দল জয়ের লক্ষ্যেই ইংল্যান্ডের মাটিতে পা রাখবে। ইংল্যান্ড সফরে নিজেদের সভ্য দল হতে যাচ্ছে না অস্ট্রেলিয়া। সেখানে সম্মান নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারা, এমনটাই জানিয়েছেন পেইন।


"আমরা সেখানে সিরিজ জয়ের জন্যই যাচ্ছি। আমরা সেখানে নাম্বার উঠাতে যাচ্ছি না অথবা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সবচেয়ে সভ্য দল হতে যাচ্ছি না। আমরা সেখানে যাচ্ছি প্রতিদ্বন্দ্বিতা করতে। একই সাথে আমরা কিছু সম্মান অর্জন করে নেয়ার জন্যও যাচ্ছি। কিন্তু পরিশেষে আমরা সেখানে জয়ের জন্যই যাচ্ছি।"


promotional_ad

অজি কোচ ল্যাঙ্গার পুরো দলের সাথে টিম মিটিংয়ে বসেছিলেন। সেখানে মূল্যবোধ নিয়ে অনেক কথা বলেছেন তিনি। তবে পেইন বলেছেন এগুলো নতুন কিছুনা। মূলত নিজেদের কাজগুলো সঠিক ভাবে করার পরামর্শ দিয়েছেন এই অজি কোচ।


"জাস্টিন গত সপ্তাহে আমাদের নিয়ে টিম মিটিংয়ে বসেছিলেন। তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মূল্যবোধ সম্পর্কে কথা বলেছেন। এবং জানিয়েছেন তিনি কি চান। এটা এমন কিছু নয় যা ছেলেরা আগে শুনেনি। এটা সত্যিকার অর্থে আমরা যা জানি তার সঠিক প্রয়োগ করা এবং ঠিক ভাবে আমাদের ক্রিকেট খেলার উপায়।"


ল্যাঙ্গার ক্রিকেটারদের মূল্যবোধের বিষয়টিকে বড় করে দেখছেন। এই জায়গাতেই বিশেষ নজর দিতে হবে বলেই মনে করেন পেইনো। আচরণ ও কাজে অস্ট্রেলিয়া দলের কি হওয়া প্রয়োজন এটাই নিশ্চিত করতে চান পেইন।


"জাস্টিন আমাদের মূল্যবোধের বিষয়টিকে বড় করে দেখছেন। আমাদের ক্রিকেটের স্পিরিটের নীতিমালা আছে, আমাদের নিয়মের নীতিমালা আছে। দিন শেষে এগুলোর কোনো মূল্য নেই যদি আপনি এগুলো নিয়ে কাজ না করেন এবং এভাবে আপনি চলতে পারবেন না। এই জায়গাতে আমাদের বিশেষ নজর দিতে হবে। আমাদের কাজ ও আচরণের মানদন্ডে আমাদের নিশ্চিত করতে হবে যা অস্ট্রেলিয়া দলের হওয়া উচিত।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball