জরিমানার খড়গে পাকিস্তান দল

ছবি:

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান দল। তবে স্লো ওভার রেটের দায়ে জরিমানার খড়গে পড়তে হয়েছে পুরো দলকে।
সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই জরিমানা ঘোষণা করে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ ফি'র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাকি ১০ খেলোয়াড়কে ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
লর্ডস টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের রেফারী জেফ ক্রোর অভিযোগের ভিত্তিতে এই জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারী অভিযোগ করেছেন পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার কম করেছে।

সরফরাজ আহমেদ এই দোষ স্বীকার করে নেয়ার আনুষ্ঠানিক শুনানীর কোনো প্রয়োজন পড়েনি। এদিকে, এবার জরিমানা দিয়ে পার পেয়ে গেলেও আগামী ১২ মাস সতর্ক থাকতে হবে সরফরাজ আহমেদকে।
এর মধ্যে আবারও যদি তার অধিনায়কত্বে পাকিস্তান ক্রিকেট দল স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়, তবে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে তাকে। লিডসে আগামী ১ জুন মাঠে গড়াবে পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।