promotional_ad

রাশিদকে নিয়ে বাড়াবাড়িতে বিরক্ত সাকিব

promotional_ad

ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে পদচারনা শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দিয়ে। টাইগারদের জন্য স্টেডিয়ামটি সম্পূর্ণ অচেনা হলেও স্পোর্টিং উইকেট পাওয়ার প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের কাপ্তান সাকিব আল হাসান।


আইপিএল থেকে দেশে ফিরে তিনি সাংবাদিকদের আসন্ন আফগান সিরিজ সম্পর্কে নিজের মত প্রকাশ করেন। তার ভাষায়, 'দেরাদুনে আগে কখনও খেলা হয়নি, তাই ঠিক বলতে পারছি না কেমন উইকেট হবে। তবে এখন আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে স্পোর্টিং উইকেটেই খেলা হয়। আশা করি, নিশ্চয়ই ভালো উইকেটই হবে।'


তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে দুই ধাপ এগিয়ে থেকে সিরিজ শুরু করবে আফগানিস্তান। ফরম্যাটের চরিত্রের কারনে টি-টুয়েন্টিতে ফেভারিট চেনা সহজ নয়, তবে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আফগানদেরই ফেভারিট বলছেন টাইগার কাপ্তান।



promotional_ad

'টি-টুয়েন্টি ফরম্যাটে যে কোনো দিন যে কোনো যে কাউকে হারিয়ে দিতে পারে। এই ফরমেটের পরতে পরতে অনিশ্চয়তা, উঠা-নামা। আফগানিস্তান যেহেতু আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ আগে, সে আলোকে তারাই ফেভারিট।'


বিশেষ করে আফগান ক্যাম্প রাশিদ খানের মত স্পিনার দলে থাকায় পাল্লা কিছুটা হলেও স্বাগতিকদের দিকে হেলে থাকবে। তবে রাশিদ ফ্যাক্টর নিয়ে খুব একটা ভাবতে চান না সাকিব। রাশিদকে নিয়ে প্রশ্নের জবাবে কিছুটা বিরক্তি নিয়ে সাকিব বলেন,


'আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কম বেশি ভালো পারফরমার। কাউকে নিয়ে খুব বেশি কথা-বার্তা, আলোচনার কিছু নেই। আমার মনে হয়, রাশিদ খানকে নিয়ে অনেক কথা হচ্ছে। তার বিষয়ে আমার মনে হয় না, আলাদা করে কোনো কিছু বলার প্রয়োজন আছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball