ওপেনিংয়ে পরিবর্তন আসছে ইংলিশদের
ছবি:

পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে হেরে এমনেতেই ব্যাকফুটে রয়েছে ইংল্যান্ড শিবির। তার মধ্যে দলের ওপেনাররা তাদের দুই ইনিংসেই হতাশ করেছে।
এমন অবস্থায় হেডিংলি টেস্টের আগে ইংলিশরা স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পরেছেন বাঁহাতি ব্যাটসম্যান মার্ক স্টোনম্যান।
গেল টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৩ রান করতে সক্ষম হয়েছিলেন তিনি। স্টোনম্যানের পরিবর্তে দ্বিতীয় টেস্টের জন্য ইংলিশদের দলে ঢুকেছেন তরুন অপেনার কিটন জেনিংস।

২০১৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জেনিংসের। এরপর দেশের হয়ে এখন পর্যন্ত মোট ৬টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি ওপেনার।
পহেলা জুন হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড এবং সফরকারী পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডঃ অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো (বয়েস), বেন স্টোকস, জস বাটলার, ডম বেস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস।
পাকিস্তানের টেস্ট স্কোয়াডঃ সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, ইমাম উল হক, সামি আসলাম, হারিস সোহিল, বাবর আজম, ফখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাউদ্দিন, সাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী, ফাহিম আশরাফ।