দেশে ফিরলেন সাকিব

ছবি:

রবিবার চেন্নাইয়ের কাছে ফাইনালে হেরে আইপিএল মিশন শেষ হয়ে গিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের। যেকারণে আইপিএলে নিজের তৃতীয় শিরোপা জেতা হয়নি এই অলরাউন্ডারের।
শিরোপা জিততে না পারলেও সফল আইপিএল মৌসুম কাটিয়েছেন তিনি। আর সফল আইপিএল মিশন শেষে সোমবার দেশে ফিরেছেন টাইগারদের টি-টুয়েন্টি দলপতি।
সোমবার দুপুরে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জানা গিয়েছে দলের সঙ্গে যোগ দিতেই দ্রুত দেশে ফিরে এসেছেন তিনি।

এবার সাকিব আল হাসান আইপিএলে ছাড়িয়ে গেছেন নিজেকে। আইপিএলে এর আগে ৭ টি আসরে খেলে ফেললেও বল হাতে এবারই সর্বোচ্চ সংখ্যক উইকেট নিয়েছেন তিনি। ১৭ ম্যাচ খেলে দখল করেছেন ১৪ উইকেট।
এর আগে ২০১২ সালে ৮ ম্যাচ খেলে পেয়েছিলেন ১২ উইকেট। বোলারদের এই তালিকায় ১৩ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাট হাতেও আগের পারফরমেন্সগুলোকে ছাড়িয়ে গেছেন সাকিব।১৭ ম্যাচে ১৩ ইনিংসে সাকিবের সংগ্রহ ২৩৯।
এদিকে, আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটায় দেশ ছাড়বে বাংলাদেশ দল। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সকাল দশটায় দলের ফ্লাইট। যেহেতু দেরাদুনে সরাসরি ফ্লাইট নেই, তাই টিম বাংলাদেশের প্রথম গন্তব্য দিল্লি। ঢাকা-দিল্লি ফ্লাইটের পর টাইগারদের দিল্লি-দেরাদুন কানেন্টিং ফ্লাইট ধরতে হবে।