ব্যাটসম্যানদের সেরা উইলিয়ামসন, বোলারদের সেরা টাই

ছবি:

৫০ দিনের লড়াই শেষে রবিবার পর্দা নেমেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১১তম আসরের। আর এবারের আইপিএলে নজরকাড়া পারফর্মেন্স করেছেন অনেক ক্রিকেটার।
ব্যাট হাতে এবারের আসরে দুর্দান্ত ছিলেন কেন উইলয়ামসন-রিশাভ পান্টরা। প্রত্যেক ম্যাচেই দলের স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ রান যোগ করেছেন তারা। এছাড়াও বল হাতে সফল ছিলেন অ্যান্ড্রু টাই-উমেশ যাদব বা রশিদ খানরা।
তবে ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশী রান করেছেন হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৭ ম্যাচে ৫২.৫০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৭৩৫ রান। যেখানে ৮টি অর্ধশতকের মালিক তিনি।
উইলয়ামসনের পরে ব্যাটসম্যানদের মধ্যে ৬৮৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিশাভ পান্ট। পান্টের পরে ৬৫৯ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল।

চেন্নাই সুপার কিংসের দুই তারকা ব্যাটসম্যান আম্বাথি রাইডু এবং শেন ওয়াটসন আছেন তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে। রাইডুর রান ৬০২ এবং ৫৫৫ রান এসেছে ওয়াটসনের ব্যাট থেকে।
অন্যদিকে বোলারদের মধ্যে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলির পেসার অ্যান্ড্রু টাই। এরপর যথাক্রমে ১৭ ম্যাচে ২১ উইকেট নিইয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন হায়দ্রাবাদের দুই বোলার রশিদ খান এবং সিদ্ধার্থ কউল।
উমেশ জাদভ ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করলেও দলকে নিয়ে যেতে পারেননি প্লে-অফে। আর বোলারদের মধ্যে এই তালিকায় পঞ্চম স্থানে আছেন ট্রেন্ট বোল্ট। বাঁহাতি এই পেসারের শিকার ১৮ উইকেট।
এছাড়াও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবারের আইপিএলে ছাড়িয়ে গেছেন নিজেকে। আইপিএলে এর আগে ৭ টি আসরে খেলে ফেললেও বল হাতে এবারই সর্বোচ্চ সংখ্যক উইকেট নিয়েছেন তিনি।
১৭ ম্যাচ খেলে দখল করেছেন ১৪ উইকেট। এর আগে ২০১২ সালে ৮ ম্যাচ খেলে পেয়েছিলেন ১২ উইকেট। বোলারদের এই তালিকায় ১৩ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ব্যাট হাতেও আগের পারফরমেন্সগুলোকে ছাড়িয়ে গেছেন সাকিব।১৭ ম্যাচে ১৩ ইনিংসে সাকিবের সংগ্রহ ২৩৯। এর আগে এক মৌসুমে সাকিবের সর্বোচ্চ রান ছিল ২২৭ রান। ব্যাটসম্যানদের মধ্যে অনেক পেছনে ৩২ নম্বরে অবস্থান তার।