promotional_ad

তবুও দলের প্রশংসায় উইলিয়ামসন

promotional_ad

এবারের আইপিএলের সেরা বোলিং লাইন আপকে পাত্তাই দেননি চেন্নাই সুপার কিংসের ওপেনার শেন ওয়াটসন। হায়দ্রাবাদের বোলারদের বেধড়ক পিটিয়ে চেন্নাইকে তৃতীয় শিরোপা জিতিয়েছেন এই অজি। 


এদিন শুরুর ৯ বলে কোন রান করতে না পারা ওয়াটসন ৫৭ বলে খেলেছেন ১১৭ রানের ইনিংস। আর অজি এই সাবেক ব্যাটসম্যানকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রশংসায় ভাসিয়েছেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন। 


প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদের এই অধিনায়ক মনে করেছিলেন স্কোরবোর্ডে জয়ের জন্য যথেষ্ট রান রয়েছে তাদের। কিন্তু ওয়াটসন তাকে ভুল প্রমাণ করেছে বলেও জানান তিনি। উইলিয়ামসন জানান, 


'আমরা ভেবেছিলাম এটি একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লক্ষ্য হবে, কিন্তু উইকেটের জন্য এই স্কোর যথেষ্ট ছিলো না। প্রথম ছয় ওভার ম্যাচ আমাদের হাতেই ছিল। কিন্তু ওয়াটসনের প্রশংসা করতেই হয়। দুর্দান্ত খেলেছে সে, সঙ্গে চেন্নাইকেও শুভকামনা জানাচ্ছি।'



promotional_ad

এদিকে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার জন্য দলের প্রশংসাও করেন এই কিউই। সঙ্গে চেন্নাইকে শিরোপা জয়ের জন্য শুভকামনা জানাতে ভুলেননি বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। উইলয়ামসনের ভাষায়, 


'বিষয়টা হতাশাজনক আমাদের জন্য, পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। কিন্তু চেন্নাই শেষ মুহূর্তে বাজিমাত করেছে। দলের সবাই হতাশ, কিন্তু তারপরও তারা লড়াই করেছে। কিন্তু শেষ পর্যন্ত জয়ী দলের সদস্য হতে পারিনি তারপরও এখান থেকে অনেক ইতিবাচক দিক শিখে যাচ্ছি।'


অন্যদিকে চলতি আসরের সেরা বোলিং ইউনিট ছিল সাকিবদের। আর এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন উইলিয়ামসন। সামনের মৌসুম গুলোতে এই ব্যাপারটা আরও বেশী কাজে আসবে বলেও জানান তিনি।


এছাড়াও অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বটা ঠিক ভাবে পালন করার চেষ্টা করেছেন তিনি। পেছনে ফিরে তাকে অনেক ইতিবাচক বিষয় আছে তার জন্য। দলের জন্য অবদান রাখতে পেরে খুশি তিনি। উইলিয়ামসন আরও বলেন,  



'সব দলই তাদের সেরা একাদশ সাজাতে চেষ্টা করেছে। আমাদের বোলিং অ্যাটাক অনেক ভালো ছিল। আর এই বিষয়টা অনেক বড় ব্যাপার। তবে ব্যাট-বলে ব্যালেন্স আনাটাও একটা চ্যালেঞ্জ। দলের সবাই তাদের সেরাটা দিয়েই খেলেছে কাওকে দোষ দিচ্ছিনা। 


পেছনে ফিরে তাকালে অনেক ইতিবাচক দিক আছে দেখার মত। কিন্তু দিন শেষে চেন্নাইকে আবারও শুভকামনা জানাচ্ছি। অধিনায়ক হিসেবে এবার অনেক উপভোগ করেছি, আগে দলে আসা যাওয়ার মাঝে ছিলাম। তাই এই সিজনে অবদান রাখতে পেরে খুশি লাগছে। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল আশা করছি সেটা পালন করতে পেরেছি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball