তিনে তিন হলোনা সাকিবের

ছবি:

ওয়াটসনের ঝড়ো সেঞ্চুরিতে হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) তৃতীয় শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ফলে তৃতীয় শিরোপা জেতা হলনা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন সাকিব।
চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে ব্যাটে-বলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। দারুণ শুরুর পর ২৩ রান করে আউট হয়েছেন। আর ১ ওভার বল করে ১৫ রান দিয়ে থাকেন উইকেট শুন্য। অন্য কেউও পার্থক্য গড়ে দিতে না পারলে হার মানতে হয় হায়দ্রাবাদকে।
সাকিবদের দেয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখেই পেরিয়ে গেছে চেন্নাই সুপার কিংস। ওয়াটসনের দাপুটে ব্যাটিংয়ের সামনে হায়দ্রাবাদের দেয়া বড় লক্ষ্যটাও মামুলি মনে হয়েছে। তবে শুরুটা ভালো ছিল না চেন্নাইয়ের তারা দলীয় ১৬ রানে ওপেনার ফাফ ডুপ্লেসিসের উইকেট হারায়।
তিনি মাত্র ১০ রান করে সন্দ্বীপ শর্মার বলে কট এন্ড বোল্ড আউট হন। দ্বিতীয় উইকেটে ১১৭ রানের দারুণ এক জুটি গড়ে দলের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন ওয়াটসন ও রায়না। রায়না ৩২ রান করে ব্র্যাথওয়েটের শিকার হলেও মাত্র ৫১ বলে সেঞ্চুরি তুলে ১১৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ওয়াটসন।
তার সঙ্গী রাইডু ১৬ রান করে অপরাজিত থাকেন। আর তাতেই তৃতীয় শিরোপা নিশ্চিত হয় চেন্নাইয়ের। এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনী। আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে উইকেটরক্ষক ব্যাটসম্যান গোস্বামীর উইকেট হারায় হায়দ্রাবাদ।

মাত্র ৮ রান করে শিখর ধাওয়ানের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ধাওয়ানের সঙ্গে যোগ দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এই দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় হায়দ্রাবাদ।
দ্বিতীয় উইকেটে এদুজনে যোগ করেন ৫১ রান। ধাওয়ান ২৬ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। তারপর উইলিয়ামসনের সাথে যোগ দেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এসেই ব্যাট হাতে ঝড় তুলেন এই অলরাউন্ডার।
তবে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ১৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৩ রান করে আউট হয়েছেন তিনি। পরপরই হুদা মাত্র ৩ রান করে এনগিদির শিকার হলেও ইউসুফ পাঠান ক্যারিবিয়ান তারকা ব্র্যাথওয়েটকে সঙ্গে দলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন।
ইউসুফ ৪৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও ব্রাথওয়েট ইনিংসের শেষ বলে ২১ রান করে শার্দুল ঠাকুরের বলে রাইডুর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
দুই দলের একাদশঃ
সানরাইজার্স হায়দরাবাদ: শিখর ধাওয়ান, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, দীপক হুদা, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, এম.এস ধোনী (অধিনায়ক/ উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কর্ন শর্মা, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।