ব্যাটিংয়ে সাকিব

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) একাদশতম আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনী।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। তারা দলীয় ১৩ রানে উইকেটরক্ষক ব্যাটসম্যান গোস্বামীর উইকেট হারায়। মাত্র ৮ রান করে শিখর ধাওয়ানের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ধাওয়ানের সঙ্গে যোগ দেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
এই দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় হায়দ্রাবাদ। দ্বিতীয় উইকেটে এদুজনে যোগ করেন ৫১ রান। ধাওয়ান ২৬ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। ৯ ওভার শেষে হায়দ্রাবাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭০ রান। কেন উইলিয়ামসন ৩০ ও সাকিব ৫ রান নিয়ে অপরাজিত আছেন।

দুই দলের একাদশঃ
সানরাইজার্স হায়দরাবাদ: শিখর ধাওয়ান, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, দীপক হুদা, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, এম.এস ধোনী (অধিনায়ক/ উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কর্ন শর্মা, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।