promotional_ad

দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

promotional_ad

স্বাগতিক ইংল্যান্ড ইনিংস হারের লজ্জা এড়ালেও বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি। ফলে হেসে খেলেই দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। পেসার মোহাম্মদ আব্বাসের দাপুটে বোলিংয়ে ৪ দিনেই টেস্ট জিতে নিয়েছে তারা।


৯ উইকেটের বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। ৬৪ রানের ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার আজহার আলীকে হারায় পাকিস্তান। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।


আরেক ওপেনার ইমাম-উল-হককে নিয়ে লাঞ্চের আগেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হারিস সোহেল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬ চার আর এক ছক্কায় ৩২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন সোহেল, দুটি চারে ১৮ রান করে মাঠ ছাড়েন ইমাম।


তৃতীয় দিনের করা ৬ উইকেটে ২৩৫ রান নিয়ে রোববারের খেলতে নেমে ৬৭ রান করা বাটলারের উইকেট হারায় ইংল্যান্ড। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন আব্বাস। তারপর স্টুয়ার্ট ব্রডের উইকেটও তুলে নিয়েছেন তিনি।


ইংল্যান্ডের শেষ দুই ব্যাটসম্যান মার্ক উড ও ডমিনিক বেসকে আউট করে তাদের ইনিংস ২৪২ রানে গুটিয়ে দিয়েছেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। চতুর্থ দিনে ২৫ বল স্থায়ী হয়েছে ইংল্যান্ডের ইনিংস। তারা যোগ করতে পেরেছে মাত্র ৭ রান। 



promotional_ad

পাকিস্তানের হয়ে ৩৬ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। আরেক পেসার আব্বাস ৪১ রান দিয়ে দখল করেছেন ৪ উইকেট। ম্যাচে ৬৪ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন আব্বাসই।


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৪


পাকিস্তান ১ম ইনিংস: ৩৬৩


ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (আগের দিন ২৩৫/৬) ৮২.১ ওভারে ২৪২ (বাটলার ৬৭, বেস ৫৭, উড ৪, ব্রড ০, অ্যান্ডারসন ০*; আমির ৪/৩৬, আব্বাস ৪/৪১, ফাহিম ০/৩১, হাসান ০/৫৮, শাদাব ২/৬৩)



পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৬৪) ১২.৪ ওভারে ৬৬/১ (আজহার ৪, ইমাম ১৮*, সোহল ৩৯*; অ্যান্ডারসন ১/১২, ব্রড ০/১৩, বেস ০/২৯, উড ০/৭)


ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী


ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আব্বাস



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball