promotional_ad

নিদাহাস ট্রফির অধ্যায়টা শেষ হয়ে গিয়েছেঃ রিয়াদ

promotional_ad

নিদাহাস ট্রফিতে বাংলাদেশ কি করেছে সেটা নিয়ে এখন বসে থাকলে চলবেনা। বরং সামনের দিকে পরিকল্পনা মোতাবেক এগিয়ে যেতে হবে।


এমনটাই মনে করেন শ্রীলংকার বিপক্ষে নিদাহাস ট্রফিতে টাইগারদের জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন আফগানিস্তান সিরিজ বাংলাদেশের জন্য সহজ হবে না। 


লড়াই করতে হবে টাইগারদের। প্রত্যেকের নিজেদের দায়িত্বটা বুঝে খেলতে হবে এবং দলের জন্য খেলতে হবে বলে মনে করেন এই ডানহাতি ব্যাটসম্যান।



promotional_ad

রবিবার কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছিলেন রিয়াদ। সেখানে এসে আসন্ন সিরিজটি যে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হবে বাংলাদেশকে সেটা সাফ বলে দেন তিনি। রিয়াদের ভাষায়,


'নিদাহাস ট্রফির অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে। ওইটা নিয়ে চিন্তাও করছিনা। সামনে এগিয়ে যেতে হবে। আমার জন্য যেটা করনীয় টিমের জন্য যেটা করনীয় সেটাই করতে হবে।


সবাই মিলে কিভাবে ভালো খেলা যায় বাকিদের কিভাবে উৎসাহ দেয়া যায়। সিরিজটা লড়াই করেই জিততে হবে আমাদের। সিরিজটা প্রতিদ্বন্দ্বীতামূলক হবে।'



এদিকে কয়েকদিন পরই নিজেদের অভিষেক টেস্ট খেলবে আফগানরা। দ্রুত তারা ক্রিকেটে অনেক উন্নতি করেছে বলে মনে করেন রিয়াদ। তাই আফগানদের মত দলের সঙ্গে খেলাটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। রিয়াদ আরও বলেন,


'আমরা আফগানদের সাথে খেলতে যাচ্ছি। তারা ক্রিকেটে অনেক উন্নতি করছে। ক্রিকেট খুব দ্রুত তারা এগিয়ে যাবে। আমাদের জন্য চ্যালেঞ্জ হবে আমাদের রেপুটেশন বজায় রেখে আমরা সিরিজ জিতে আসতে পারি। '



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball