রশিদ সমস্যার সমাধান সাকিব

ছবি:

নিদাহাস ট্রফিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখেও শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশ দলের। তবে সেই সিরিজ দিয়ে টি-টুয়েন্টিতেও যে বাংলাদেশ কম নয় তার প্রমাণ পাওয়া যায়।
নিদাহাস ট্রফি শেষে দীর্ঘ বিররতির পর এবার মাঠে নামবে বাংলাদেশ দল। দেরাদুনে আফগানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল।
সেখানে যাওয়ার আগে ক্যাম্পের মধ্যে দিয়ে নিজেদের পুরোদমে প্রস্তুত করছেন জাতীয় দলে থাকা ক্রিকেটাররা। আইপিএল ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দিবেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব না থাকায় রবিবার আসন্ন সিরিজটি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। সেখানে এসে রিয়াদ জানান ভবিষ্যত সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা।
বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ খানের বিপক্ষে খেলবে টাইগাররা। আর রশিদ এবং সাকিব এখন হায়দ্রাবাদে এক সঙ্গে খেলছেন। তাই রশিদকে সামলাতে সাকিবের পরামর্শ কাজে আসতে পারে বলে করেন রিয়াদ। রিয়াদ বলেন,

'সাকিব-রশিদ এক সাথে খেলছে। অবশ্যই সে নেটে তাকে খেলেছে। সাকিব আসলে ওর সাথে আমরা অবশ্যই বসবো। কিভাবে তাকে সামাল দিতে হয় বা রশিদের চিন্তাধারা বোঝার চেষ্টা করবো। রশিদের ব্যাপার খুঁটিনাটি সব তথ্যই আমাদের কাছে আসবে আশা করছি।'
এছাড়াও রশিদকে নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে কেমন কথাবার্তা হয় এবং তাকে নিয়ে কেমন পরিকল্পনা করছেন ক্রিকেটাররা? এমন প্রশ্নের উত্তরে রিয়াদ বলেন,
'নেট শেষে আমরা যারা আছি তারা রশিদকে নিয়ে কথা বলি, ওকে কিভাবে খেলবো বা ওর বিপক্ষে আমাদের পরিকল্পনা কেমন হবে। বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার সে। আমাদের সবাইকে বুঝতে হবে কার শক্তি কোথায়, আলাদা করেও বুঝতে হবে।
এটা বুঝতে পারলে কাজটা অনেকখানি সহজ হয়ে যাবে আমাদের জন্য। আমরা দেখে শুনে খেলবো, আমাদের জোনে বল থাকলে অবশ্যই মেরে খেলবো বোলার যেই হোক। তারপরও ওদের বোলিং অ্যাটাক অনেক ভালো এতে কোন প্রকার সন্দেহ নেই।'
অন্যদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে আফগানরা। কিন্তু সেটাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না রিয়াদ। তিনি আরও বলেন,
ওরা আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে র্যাঙ্কিংয়ে। তবে ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। প্রত্যেকটা টি-টুয়েন্টি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই। এই ফরম্যাটের ব্যাপারে একটা প্রশ্ন ছিল আমাদের নিয়ে, মনে হয় সেটা কিছুটা হলেও কেটে গিয়েছে।
আমরা ধাপে ধাপে উন্নতি করছি। এই সিরিজে সব ম্যাচ জেতাই লক্ষ্য থাকবে। এই সিরিজ আত্মবিশ্বাস বাড়াবে পরের সিরিজগুলোতে। ওয়ালশ জেটা বললেন যে ফরম্যাটেই খেলেননা কেন সব ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। '