আইপিএলের ফাইনালে কেমন ছিল সাকিবের পারফর্মেন্স

ছবি:

আইপিএলে এই নিয়ে মোট তৃতীয় বারের মত ফাইনাল খেলতে নামছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চেন্নাইয়ের বিপক্ষে হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন তিনি।
এর আগে আরও দুইবার ফাইনাল খেলেছেন তিনি। সেই দুবার ছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সি। আর দুইবারই কলকাতার হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এর আগের দুই ফাইনালের একটি ছিল ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। সেবার পাঞ্জাবকে ৩ উইকেটে হারায় কেকেআর। আর ফাইনালে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব।

৪ ওভার বোলিং করে কোন উইকেট না পেলেও দিয়েছিলেন মাত্র ২৬ রান। তবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। মাত্র ১২ রান করতে সক্ষম হয়েছিলেন তিনি।
এরপরের বার ২০১২ সালের আইপিএল ফাইনালে আবারো কলকাতার হয়ে শিরোপা জিতেন সাকিব। সেবার চেন্নাইকে ৫ উইকেটে হারায় গৌতম গম্ভীরের দল। সেই ম্যাচেও খেলেছেন সাকিব।
৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। আর ব্যাট হাতে ৭ বলে ১১ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।
এবার নিজের তৃতীয় ফাইনালে নামছেন সাকিব। এবার হায়দ্রাবাদের হয়ে ব্যাট এবং বল হাতে ভালো ফর্মে আছেন তিনি। বল হাতে নিয়েছেন ১৪ উইকেট এবং রান করেছেন ২১৬। তাই চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে তিনি নিজের সেরাটাই দিবেন আশা করা যাচ্ছে।