সাকিবের তৃতীয় নাকি ধোনির?

ছবি:

অবশেষে ৫০ দিনের লম্বা লড়াইয়ের পর পর্দা নামতে যাচ্ছে আইপিএলের ১১তম আসরের। এবারের আসরকে আগের সব আসর থেকে এগিয়ে রাখলে হয়তো ভুল হবেনা।
কারণ রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচ পর্যন্ত প্লে-অফের দুটি পজিশনের জন্য লড়াই করেছে মোট পাঁচটি দল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসরের দুই সেরা দলই ফাইনালে উঠেছে।
রবিবার ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের লড়বে চলতি আসরের সেরা দুই দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাইয়ের সপ্তম ফাইনাল এটি। আগের ৬ বারের ৪টিতে হারলেও তারা শিরোপা জিতেছে ২বার। তবে এতোগুলো ফাইনাল খেলার অভিজ্ঞতা অবশ্যই এই ফাইনালেও কাজে আসবে তাদের জন্য।
তার উপর দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের সেরা এবং অন্যতম সফল অধিনায়কদের মধ্যে একজন তিনি। অবশ্য খেলোয়াড় হিসেবে এটা তার অস্টম ফাইনাল।

আর এখন পর্যন্ত চলতি আসরে হায়দ্রাবাদের সাথে তিন বারের দেখায় তিনবারই জিতেছে চেন্নাই। যেকারণে এই ম্যাচে বাড়টি আত্মবিশ্বাস কাজ করবে তাদের জন্য।
পাশাপাশি দলের ব্যাটসম্যানরা যেকোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন। ওয়াটসন-ডুপ্লেসিসরা জ্বলে উঠলে চেন্নাইকে থামানো কষ্ট হবে কেন উইলিয়ামসনদের জন্য। এছাড়াও সুরেশ রায়না, আম্বাথি রাইডু এবং অধিনায়ক ধোনিও রয়েছেন দারুন ফর্মে।
ফাইনালে চেন্নাইয়ের ব্যাটিং নজরকেড়ে নিলেও হায়দ্রাবাদের বোলিংও কমনা। চলতি আসরের সবচেয়ে সফল বোলিং ইউনিট তারা। ১১৮ থেকে শুরু করে ১৭০ রান পর্যন্ত ডিফেন্ড করার রেকর্ড রয়েছে তাদের।
প্রতিপক্ষকে চাপে ফেলে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেয়ার ক্ষমতা রাখেন ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল এবং সন্দিপ শর্মারা। এছাড়াও স্পিন বিভাগে রশিদ খান এবং সাকিব আল হাসান তো আছেনই।
এই নিয়ে দ্বিতীয় বারের মত ফাইনাল খেলছে অরেঞ্জ আর্মিরা। প্রথমবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা জিতলেও এবার কেন উইলিয়ামসনের অধীনে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ রয়েছে তাদের।
এদিকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে রয়েছে নিজের তৃতীয় শিরোপা ঘরে তোলার। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার শিরোপা জিতেছেন তিনি।
মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে চেন্নাইয়ের একাদশে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে হায়দ্রাবাদের একাদশে এই ম্যাচে ফিরতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান মানিশ পান্ডে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস,সুরেশ রায়না, আম্বাথি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশঃ রিদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান,কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, দীপক হুদা, মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।