promotional_ad

সবচেয়ে পেশাদার দল হবে অস্ট্রেলিয়াঃ ল্যাঙ্গার

promotional_ad

গত মার্চে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারীর পর প্রথম বারের মতো সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজ শুরু আগে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে পেশাদার ও সৎ দল হওয়ার লক্ষ্য তাদের। এমনটাই জানিয়েছেন দলটির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।


তিনি সংস্কৃতি, পেশাদারিত্ব, সততা ও মানবিকতার দিক থেকে অজিদের বিশ্বের সেরা দল হিসেবে গড়ে তুলতে চান। এই বিষয়ে নিয়মিতই খেলোয়াড়দের তালিম দিচ্ছেন তিনি। তাগিদ দিচ্ছেন ভালো মানুষ হওয়ার।


'আমি খেলোয়াড়দের বলেছি, তুমি কতটা টাকা পেয়েছ বা কতগুলো ম্যাচ খেলেছো বা কত রান করেছো- এটা কোন বিষয় নয়। যদি তুমি ভালো না হতে পারো তবে মানুষ কি মনে রাখবে। আমাদের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, একত্রিত থাকাটা সত্যিই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এটাই অস্ট্রেলিয়া ক্রিকেট দল।'



promotional_ad

গত মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ হয়েছেন তিন অজি ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ে জড়িত না থাকলেও দায় কাঁধে নিয়ে প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ড্যারেন লেহম্যান।


তারপরই ল্যাঙ্গারকে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়। এই কোচ আশাবাদী ইংল্যান্ডের দশর্করা ও মিডিয়া তাদের মেনে নিবে। নিজেদের ভেতরে-বাইরে পরিবর্তন আনলে কিছুটা সম্মান ও বিশ্বাস অর্জন করতে পারবেন বলেই বিশ্বাস তার।


'যদি আমরা মাঠের ভেতর ও বাইরে ব্যবহার ভালো করি, তবে আমরা আশা করছি কিছু সম্মান ও বিশ্বাস অর্জন করতে পারবো। অস্ট্রেলিয়ার জনসাধারন অবশ্যই ক্রিকেট দলকে ভালোবাসে এবং ভালো ক্রিকেটারদের জন্যই এটি বেশি।'



অতীতে অস্ট্রেলিয়া দলের সাফল্যের জন্য তিনি গর্বিত বলেও জানিয়েছেন ল্যাঙ্গার, 'অতীতে যা অর্জন করেছি এজন্য আমরা অস্ট্রেলিয়ান হিসেবে গর্বিত। কাজ করার জন্য আমরা উপায় পেয়েছি এবং এজন্য আমাদের লজ্জা করা উচিত না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball