ভিলিয়ার্সকে কোহলির শুভকামনা

ছবি:

গত ২৩ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ফর্মের তুঙ্গে থাকা এই মারকুটে ব্যাটসম্যানের আকস্মিক অবসরে ভক্ত থেকে শুরু করে সবাই অবাক হয়েছেন।
তার সতীর্থ, বিপক্ষ দলের হয়ে খেলা ক্রিকেটার কিংবা অনেক সাবেক ক্রিকেটারও তাকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছেন। তবে নিজের সিদ্ধান্ত অটল আছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

কদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলেছেন তিনি। এবারের আসরেও ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলেছেন ক্রিকেটের ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তার অধিনায়ক ছিলেন ভিরাট কোহলি।
সতীর্থ্যের এই সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন ভারতীয় এই অধিনায়কও। এক টুইট বার্তায় তিনি শুভকামনা জানিয়েছেন। ভিলিয়ার্সকে তিনি সম্বোধন করেছেন ভাই বলে। কোহলি মনে করেন ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাটিংয়ের ধরণটাই বদলে দিয়েছিলেন।
টুইটে কোহলি লিখেছেন, ‘ভাই তুমি যা কিছু করেছ, সবকিছুর জন্যই শুভকামনা। আন্তর্জাতিক ক্রিকেটে তোমার যুগে তুমি ব্যাটিং করার ধরনটাই বদলে দিয়েছ। তোমার ও তোমার পরিবারের আগামী সুন্দর দিনগুলোর জন্য শুভ কামনা।’