নিজের সামর্থ্যের উপর বিশ্বাস আছে তামিমের

ছবি:

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের আগে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে আফগান স্পিনার রশিদ খানের নাম। অনেকেই মনে করছেন আসন্ন এই সিরিজে পার্থক্য গড়ে দিতে পারেন এই লেগ স্পিনার। টাইগার ওপেনার তামিম ইকবাল অবশ্য জানিয়েছেন অন্য কথা।
নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে, আফগানদের বিপক্ষেও ভালো করা সম্ভব মনে করেন তিনি। তাছাড়া রশিদ খানের বোলিংয়ে আগের চেয়ে এখন অ্যাকুরেসি বেড়েছে বলে ধারণা তামিমের। মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে শনিবার একথা জানিয়েছেন এই ওপেনার।
'আমার কাছে যেটা মনে হয় যে ওর একটা বিষয় ছয় মাস আগে যেটা ছিলো না যে অ্যাকুরেসিটা, এখন সে অনেক বেশি অ্যাকুরেট। আর সে অনেক বেশি সাফল্য পাচ্ছে। আপনি দেখেন যে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদেরকেও আউট করছে, অনেক ভালো খেলছে। তবে এটা না যে আমরা খেলতেই পারবো না বা খেলাই যাবে না। আমরা যদি নিজেদেরকে ভালো করে কাজে লাগাতে পারি তাহলে কেন পারবো না?'

শুধু রশিদ খানকে নিয়েই নয়, পুরো আফগানিস্তান দলকে নিয়েই পরিকল্পনা তামিমের। টি২০ ক্রিকেটে এই আফগান স্পিনারকে বর্তমান বিশ্বের সেরা বোলার হিসেবে মানলেও, নিজের সামর্থ্য আর অভিজ্ঞতার উপর ভরসা আছে তামিমের।
'আমি তেমন কেউ না যে একজনের প্রতিই শুধু ফোকাস করবো, আপনি দেখেন দলটিতে আরো অনেক ভালো ক্রিকেটার আছে, বোলার আছে। আমার কাছে মনে হয় খালি একজনের পেছনে ফোকাস করলে আগে থেকেই আপনার একটি নেতিবাচক মাইন্ড সেট তৈরি হবে। সন্দেহ নেই সে সবার সেরা টি টোয়েন্টি বোলার এখন বিশ্বের। তবে আমি এমন অনেক চ্যালেঞ্জ পার করে এসেছি। সুতরাং আমি আশা করবো এবারও তাই হবে।'
রশিদ খানকে নিয়ে চিন্তা না করে নিজেদের ভুল ত্রুটি শুধরানোতে সময় দিলে তা দলের জন্য ভালো হবে মনে করেন তামিম। আফগানিস্তান সিরিজে এসব বাড়তি চিন্তাই কাল হয়ে দাঁড়াতে পারে বলেই ধারণা এই ওপেনারের।
'আমার কাছে মনে হয় যদি বেশি কিছু নিয়ে আপনি চিন্তা করেন তাহলে হয়কি যে বিষয়টি আপনি পারেন না সেটাও পারবেন কারণ আপনি এটি নিয়ে অনেক ভাবছেন। যেটি বললাম যে সে বর্তমানে অনেক ভালো বোলিং করছে, তবে ওকে নিয়ে চিন্তা না করে আমাদের নিজেদের নিয়ে চিন্তা করলে আরো ভালো হবে।'