ব্যাটিং বিপর্যয়ে মুশফিকরা

ছবি:

আফগানিস্তান সিরিজের আগে নিজেদের ঝালাই করে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা। ইতিমধ্যে ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ১৯৫ রানের পূঁজি পেয়েছে তামিমরা।
জবাবে ব্যাট করতে নেমেছে মুশফিকের দল। দলের পক্ষে ওপেন করতে নেমেছেন সৌম্য সরকার এবং আনামুল হক বিজয়। প্রথম ওভারেই আবু হায়দার রনিকে লেগ সাইডে ৪টি বাউন্ডারি হাঁকান বিজয়।
কিন্তু এরপরের ওভারেই রুবেল হোসেনের বলে বিদায় নেন তিনি। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবারও মাঠে নামে তামিম-মুশফিকের দল। সৌম্য সরকারের সাথে দ্বিতীয় উইকেটে যোগ দিয়েছেন মুশফিকুর রহীম।

তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শফিউলের বলে দলীয় ৩২ রানে পয়েন্টে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর মুশফিকও ফিরেছেন রুবেলের বলে উইকেটরক্ষক সোহানকে ক্যাচ দিয়ে।
উইকেটে আছেন মোসাদ্দেক হোসেন ও ইমরুল কায়েস। তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪ রান।
মুশফিকের দলঃ মমিনুল হক, ইমরুল কায়েস, আবুল হাসান রাজু, আনামুল হক বিজয়, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, নাইম হাসান এবং মুশফিকুর রহিম।
তামিমের দলঃ সাব্বির রহমান, লিটন দাস, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, নুরুল হাসান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম।