কলকাতর ছিলাম, এখন আমি হায়দ্রাবাদের

ছবি:

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন ভারতের হার্ড হিটার ব্যাটসম্যান ইউসুফ পাঠান। কেকেআরের জার্সিতে দুই শিরোপা জেতা পাঠানের সামনে সুযোগ রয়েছে নিজের তৃতীয় শিরোপা ঘরে তোলার।
শুক্রবার নিজের সাবেক দলের বিপক্ষে জিতেই ফাইনাল নিশ্চিত করেছেন ইউসুফ। ইউসুফের আরেক সঙ্গী সাকিব আল হাসানও তার মত সাত আসর ছিলেন নাইট রাইডার্সদের সঙ্গে।
তার খাতায়ও রয়েছে দুটি শিরোপা। আর শুক্রবার নিজেদের সাবেক দলের বিপক্ষে জিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন ইউসুফ পাঠান। সেখানে এসে ফাইনালে নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

সঙ্গে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দুর্দান্ত পারফর্ম করা আফগান স্পিনার রশিদ খানকে প্রশংসায় ভাসান তিনি। এছাড়াও নিজের সাবেক দলের বিপক্ষে জয়ের ব্যাপারটি নিয়েও আলাপ করেন তিনি। ইউসুফের ভাষায়,
রশিদ খুব ভালো খেলেছে, আমরা জানতাম সে একজন বোলার কিন্তু এখন জানলাম সে একজন ব্যাটসম্যানও। তার অলরাউন্ড নৈপুণ্যেই আমরা ফাইনালে গিয়েছি। আশা করছি ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে খেলবো।
ফাইনালে গিয়েছি বলে খুব ভালো লাগছে, কলকাতার হয়ে সাত মৌসুম খেলেছি কিন্তু এখন আমার দল হায়দ্রাবাদ। আমরা পুরা মৌসুমই ভালো খেলেছি। চেন্নাইয়ের সাথে হারলেও সেই ম্যাচগুলোতে ভালো পারফর্ম করেছি।
উল্লেখ্য যে, চলতি আইপিএলের ফাইনালে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে সাকিব আল হাসানের হায়দ্রাবাদ এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।