বন্ড-মালিঙ্গার সংস্পর্শে আরও শাণিত মুস্তাফিজ

ছবি:

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে প্রায় ৫০ দিনের মত থেকে এসেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দল প্লে-অফে যেতে না পারার কারনে আগেই দেশে ফিরে আসতে হয়েছে তাকে।
টাইগার এই পেসারের ইংলিশের কথা বলার দক্ষতা একটু কম। যেকারনে তার অনুবাদক হিসেবে সঙ্গে গিয়েছিলেন সাবেক টাইগার ওপেনার নাফিস ইকবাল।
নাফিস গেল বছর বিপিএলে খুলনা টাইটান্সের সঙ্গে কাজ করেছেন। আর দলটির কোচ ছিলেন লঙ্কান লিজেন্ড মাহেলা জয়াবর্ধনে। যিনি মুম্বাই ইন্ডিয়ান্সেরও কোচ ছিলেন এবার।
নাফিসের ধারণা হয়তো খুলনা টাইটান্সে নাফিসকে কাজ করতে দেখেই মাহেলা তাকে মুস্তাফিজের সঙ্গে যেতে বলেছেন। এদিকে সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান জানালেন,

মুস্তাফিজের এবারের আইপিএল আসর থেকে অনেক কিছু শিখেছে। শেন বন্ড ও লাসিথ মালিঙ্গাদের মত কিংবদন্তীদের সান্নিধ্যে আরও সমৃদ্ধ হয়েছেন তিনি। নাফিসের ভাষায়,
'ওর পেছনে সবসময় কিংবদন্তী দুইজন কোচ- লাসিথ মালিঙ্গা, শেন বন্ড ছিলেন। মাহেলাও ছিলো। তারা অনেক সময় দিয়েছে। সে অনেক কিছু শিখতে পেরেছে।
এমনভাবে মোস্তাফিজকে তৈরি করেছে যাতে অধিনায়কের ওপর চাপটা কম পড়ে। ও যাতে নিজে স্মার্ট হয়ে ওঠে এবং গেমটাকে ভালোভাবে বুঝে উঠতে পারে।'
এদিকে টানা ছয় ম্যাচ খেলার পর সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছিল ফিজকে। তবে নাফিস আরও জানিয়েছেন, বেঞ্চে বসে থাকলেও মুস্তাফিজকে কিভাবে আরও ধারালো করে তোলা যায় সেটা নিয়ে কাজ চলছে। তিনি আরও বলেন,
'একাদশে যখন কেউ থাকে না স্বাভাবিকভাবেই তার গুরুত্ব কমে যায়। কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে বিষয়টা এমন ছিলো না। তাকে নিয়ে কাজ সবসময় চলেছে।
আশা করি, মোস্তাফিজ যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবে।'