লর্ডসের দ্বিতীয় দিন পাক ব্যাটসম্যানদের

ছবি:

লর্ডস টেস্টের প্রথম দিন ছিল পাকিস্তানের বোলারদের। আর দ্বিতীয় দিনটি নিজেদের করে নিলেন দলের ব্যাটসম্যানরা। তৃতীয় দিন শুরু করার আগে তাদের লিড ১৬৬ রানের। হাতে আছে এখনো দুটি উইকেট।
আগের দিন এক উইকেটে পঞ্চাশ রানে দিন শেষ করা পাকিস্তান এদিনে করেছে আরও তিনশো রান। আট উইকেটে নিজেদের প্রথম ইনিংসে ৩৫০ রান করে নিরাপদ অবস্থানেই আছে তারা।
যদিও খুব বেশি বড় কোনো জুটি গড়েনি তারা। কিন্তু রান পেয়েছে দলের প্রায় সব ব্যাটসম্যানই। দিনের শুরুর ভাগে ৩৯ রান করে বিদায় নেন হারিশ সোহেল। দলীয় ১১৯ রানে ফিরে যান ওপেনার আজহার আলিও।

তবে ফিরে যাওয়ার আগে ছয়টি চারের মারে বরাবর পঞ্চাশ রান করেছেন তিনি। এরপরে ৮৪ রানের জুটি গড়েন আসাদ শফিক ও বাবর আজম। ছয়টি চার ও একটি ছক্কায় ৫৯ করে ফিরে যান আসাদ শফিকও।
দশটি চারের সাহায্যে ৬৮ রান করে রিটায়ার্ড হার্ট হন বাবর আজম। অধিনায়ক সরফরাজ করেন ৯ রান। তবে এদিনে লোয়ার অর্ডারও দারুণ খেলেছে পাকিস্তানের। ছয়টি চারের সাহায্যে ৫২ রান করেছেন শাদাব খান। লর্ডসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিফটি পেলেন ১৯ বছর বয়সী শাদাব।
ফাহিম আশরাফের ব্যাট থেকেও আসে ৩৭ রান। ১৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবেন মোহাম্মদ আমির। সাথে থাকবেন মোহাম্মদ আব্বাস (০*)। ইংল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।