ভাগ্য সহায় হলনা সাকিবের

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএ) দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধন্ত নেন কলকাতার দলপতি দীনেশ কার্তিক।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ানের ব্যাটে দারুণ শুরু পায় হায়দ্রাবাদ। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৫৬ রান। তারপর ৩৪ রান করা ধাওয়ান কুলদীপ যাদভের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন।
অধিনায়ক কেন উইলিয়ামসনও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি মাত্র ৩ রান করে যাদভের দ্বিতীয় শিকার হয়েছেন। উইলিয়ামসন ফেরার পর সাহার সাথে যোগ দেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে বেশিক্ষণ সাকিবকে সঙ্গ দিতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি ৩৫ রান করে চাউলার বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর সাকিবের সাথে যোগ দেন দীপক হুদা।

ব্যক্তিগত ২৮ রানে রান আউট হয়ে ফিরেন সাকিব। চাওলার কথা ১৬ তম ওভারের প্রথম বলটি হুদা মোকাবেলা করলে, ফলো থ্রোতে চাউলার হাত ছুঁয়ে অপর প্রান্তের উইকেটে লাগে, সাকিব ছিলেন দাগের কিছুটা বাইরে। ফলে, সাজঘরে ফিরতে হয় তাকে। হায়দ্রাবাদের সংগ্রহ ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ):
শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দীপক হুদা, রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্স (একাদশ):
সুনীল নারাইন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতীশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক), শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, পিযুশ চাউলা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, শিবম মভি।