ওয়ালশের আতশি কাঁচের নিচে পেসাররা

ছবি:

বাংলাদেশ দলের সবশেষ শ্রীলঙ্কা সফরে দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বে ছিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। শ্রীলঙ্কা সফরের মতো আফগানিস্তান সিরিজেও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
আবারও প্রধান কোচের দায়িত্ব পেয়ে দারুণ আনন্দিত ওয়ালশ। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, আফগানিস্তান সিরিজে শ্রীলঙ্কার মতোই ভালো ক্রিকেট খেলতে চায় তার দল।
‘আমি আরেকবার যুক্ত হতে পেরে উজ্জীবিত। আমাদের ভালো মানের ক্রিকেট খেলা প্রয়োজন, ঠিক শ্রীলঙ্কা সফরের মতো। কয়েকটি নির্দিষ্ট জায়গায় আমাদের উন্নতি দরকার।’

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ জুন থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫ জুন ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৭ জুন।
আফগানদের ভালো মানের খেলোয়াড় থাকলেও, নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতার দিকেই নজর দিচ্ছেন ওয়ালশ। আসন্ন এই সিরিজে ভালো খেলার জন্য উপযুক্ত সব সিদ্ধন্তই নিবেন বলে জানালেন তিনি।
‘তাদের ভালোমানের খেলোয়াড় আছে। কিন্তু আমরা ফোকাস করবো আমাদের শক্তি এবং দুর্বলতার দিকে। যে পরিকল্পনা আমাদের জন্য উপযুক্ত হয়, সেটাই আমরা নিব। ’
সাম্প্রতিক সময়ে বল হাতে সময়টা ভালো যাচ্ছে না টাইগার পেসারদের। তাদের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে তাদের ধারাবাহিকতা দেখতে চান এই টাইগার কোচ।
‘বোলারদের আরেকটু ধারাবাহিক দেখতে চাইবো। বিশেষ করে পেসারদের। শেষ কয়েকটা সফরে তারা ধারাবাহিক হতে পারেনি।’