হায়দ্রাবাদের একাদশে বড় পরিবর্তন

ছবি:

আইপিএল ১১ এর ফাইনালে পা রাখার প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে সাকিব আল হাসানদের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এর জন্য যদিও আজ কঠিন একটি পথ পাড়ি দিতে হবে তাদের।
ইডেন গার্ডেনসের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পেতে হবে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটিকে। আর সেই লক্ষ্য নিয়েই মরিয়া হয়ে মাঠে নামছে তারা।
হায়দ্রাবাদের মতো একই অবস্থানে আছে কলকাতাও। ফাইনালে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে হায়দ্রাবাদকে হারাতেই হবে দীনেশ কার্ত্তিকের দলকে।
এদিকে হাই ভোল্টেজ এই ম্যাচে এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। ফলে আগে ব্যাট করবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দ্রাবাদ।

উল্লেখ্য এর আগেএলিমেনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ একটি জয় পেয়েছিলো সাকিব, ইউসুফদের প্রাক্তন দল কলকাতা। ফলে আজ তাদের আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে।
তবে অপরদিকে নিজেদের শেষ চার ম্যাচে টানা পরাজিত হতে হয়েছে হায়দ্রাবাদকে। তাই আজ অনেকটা কোণঠাসা অবস্থার মধ্যেই আছে তারা। এই ম্যাচে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে হায়দ্রাবাদ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে হায়দ্রাবাদের একাদশ থেকে বাদ দেয়া হয়েছে মনিশ পান্ডে, সন্দ্বীপ শর্মা ও শ্রীভাতস গোস্বামীকে। একাদশে ফিরেছেন ঋদ্ধিমান সাহা, ও দীপক হুদা। তাছাড়া প্রথমবারের মতো হায়দ্রাবাদের একাদশে জায়গা পেয়েছেন খলিল আহমেদ।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ):
শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দীপক হুদা, রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্স (একাদশ):
সুনীল নারাইন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতীশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক), শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, পিযুশ চাউলা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, শিবম মভি।