টসে হেরে ব্যাটিংয়ে হায়দ্রাবাদ

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭ টায়।
ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলপতি দীনেশ কার্তিক। ফলে আগে ব্যাট করতে নামবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দ্রাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ :

??ুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, রশিদ খান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কৌল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাফেট, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বাসিল থাম্পি, বিলি স্টেনলেক, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল।
কলকাতা নাইট রাইডার্স :
সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, মাইকেল স্টার্ক, দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, কুলদিপ যাদব, পিযুশ চাওলা, নিতিশ রানা, কমলেশ নাগরকতি, শিভম মাভি, মিশেল জনসন, শুবম্যান গিল, রঙ্গনা বিনয় কুমার, রিংকু সিং, কেমেরুন ডেলপোর্ট, জ্যাভন সিয়ার্লস, অ্যাপোরভ ওয়াংখেড়ে, ইশাঙ্ক জাগ্গি।