নিজেকে প্রমাণের সুযোগ মোসাদ্দেকের

ছবি:

টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ তারকা ধরা হয়। ব্যাটে-বলে তারকা হয়ে ওঠার দারুণ সম্ভাবনা আছে তার মধ্যে। সেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ক্যারিয়ারের শুরু থেকেই।
তবে, চোখের সংক্রামণ জাতীয় দলের বিবেচনা থেকেই বাইরে নিয়ে গিয়েছিলো তাকে। তবে আবারও বাংলাদেশ দলে ফিরেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ টি২০ সিরিজের চূড়ান্ত দলে আছেন তিনি।
মেহেদী হাসান মিরাজের বিকল্প হিসেবে আফগানিস্তান সিরিজে দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। ২০১৬ সালে এই আফগানদের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। এবার তাঁদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আবারও লাল-সবুজ জার্সি গায়ে ফিরবেন তিনি।

আফগানিস্তান সিরিজকে মোসাদ্দেকের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ভবিষ্যতে মোসাদ্দেকের ভালো একজন অলরাউন্ডার হওয়ার সামর্থ আছে বলেও মনে করেন এই ক্যারিবিয়ান কোচ।
"সে মাত্রই স্কোয়াডে ফিরেছে। দারুণ খেলোয়াড় সে। তার কি করার সামর্থ আছে আমরা জানি। নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে তার। সে একজন মানসম্পন্ন খেলোয়াড়। তার ভালো একজন অলরাউন্ডার হওয়ার সামর্থ্য আছে।"
আসন্ন এই সিরিজে বোলিং শক্তি নির্ভর আফগানদের সামনে নিজেদের ব্যাটিং সামর্থ্যের পরীক্ষা দিতে হবে টাইগারদের। তবে, বাংলাদেশের ব্যাটিংয়ের সাথে বোলিং ও ফিল্ডিংয়েও জোড় দিচ্ছেন ওয়ালশ। নজর দিচ্ছেন ক্রিকেটারদের ধারাবাহিকতার উপর।
"আমাদের সব জায়গাতেই ভালো করতে হবে। আমাদের বল হাতে এবং ফিল্ডিংয়েও ভালো করতে হবে। ছেলেদের সামর্থ্য অনুযায়ী সেরা পারফর্মটা করতে হবে। আমি ধারাবাহিকতার উপর নজর দিচ্ছি। সবাই জানে আমরা ধারাবাহিক থাকলে কি করতে পারি।"