বেঞ্চ শক্তি পরীক্ষা করার সুযোগ এটাইঃ ওয়ালশ

ছবি:

আফগানিস্তান সিরিজে মাঠে নামার আগে ক্রিকেটারদের পরখ করে দেখতেই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে। যে ম্যাচে অংশ নেয়ার কথা ক্যাম্পে থাকা ক্রিকেটারদের।
কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি এখনও মাঠে গড়াতে পারেনি। ধারণা করা হচ্ছে বৃষ্টি থামলেই ব্যাটিং এবং ফিল্ডিং করতে নামবেন টাইগার ক্রিকেটাররা।
তবে ম্যাচ এখন পর্যন্ত মাঠে না গড়ালেও টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ মনে করেন এই ম্যাচ দিয়ে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের পরখ করে দেখার সুযোগ রয়েছে।

শুক্রবার বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেড়ি হওয়ার সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। সাবেক এই উইন্ডিজ তারকা পেসার আরও মনে করেন দলের কেউ ইনজুরিতে পরলে তখন কাকে বদলি হিসেবে পাঠানো হবে সেটা জানতেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন,
'আমি এখানে আসার পর থেকেই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির কারণে থেমে থাকলে চলবেনা। আমাদের অনুশীলন চালিয়ে যেতে হবে। এছাড়াও বৃষ্টি থামলে হয়তো মাঠে গিয়ে উইকেট দেখেই আজকের ম্যাচের কম্বিনেশন বাছাই করবো আমরা।
আমি আশা বাদী ম্যাচ পরিস্থিতি বানিয়ে পুরো ম্যাচ খেলতে পারবো। আর কম ওভারে খেলতে হলে তাও খেলবো। কারণ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ম্যাচ পরিস্থিতিতে এমন অনুশীলনের দরকার আছে।
এছাড়াও স্ট্যান্ডবাই ক্রিকেটারদেরকেও পরখ করে দেখার বড় সুযোগ এটা। যেমন রাজুর মত যেসব ক্রিকেটারা আছেন তাদের এই ম্যাচ দিয়েই জাচাই করতে পারবো আমরা। কারণ ক্রিকেটাররা যেকোন সময় ইনজুরিতে পরতে পারেন। তাই ব্যাকআপ কারা হতে পারেন সেটাও জানা খুব গুরুত্বপূর্ণ।'