এবার ইংল্যান্ড সফরেও অনিশ্চিত কোহলি

ছবি:

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ৫১তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফিল্ডিং করার সময় ঘাড়ে ব্যথা পেয়েছিলেন ইন্ডিয়ার অধিনায়ক ভিরাট কোহলি। সেই চোটের কারণে আসন্ন কাউন্টি সিজনে খেলা হচ্ছেনা তার।
তবে এবার আরও খবর জানা গেল। শুধু কাউন্টি নয় ইংলিশদের বিপক্ষে আসন্ন সিরিজেও কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিসিসিআই এমনটাই নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কোহলির কাউন্টিতে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সঙ্গে এটিও ইঙ্গিত দেয়া হয়েছে যে, ১৫ জুন ফিটনেস টেস্ট উতরাতে না পারলে অনিশ্চিত হয়ে পড়বে দলের ভরসার ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরও।

‘রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলার সময় ঘাড়ে চোট পায় কোহলি। ১৫ জুন তাকে ফিটনেস টেস্ট দিতে হবে। আশা করা হচ্ছে টেস্টে উতরে সে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে ফিট প্রমাণ করবে।’
এদিকে চোট গুরুতর না হলেও তাকে বিশ্রামে থাকতে হবে। সেই সঙ্গে কোহলিকে সতর্ক থাকার অনুরোধও করেছে বিসিসিআই।
অপরদিকে, ইংল্যান্ডের মাটিতে শেষবার ২০১৪ সালে খেলেছিলেন কোহলি। সেই সিরিজে নিজেকে তুলে ধরতে পারেননি। সম্পূর্ণ সিরিজে ব্যাট হাতে ছিলেন বিবর্ণ। ইংলিশদের মাটিতে পাঁচ ম্যাচ টেস্ট খেলে তের দশমিক চার গড়ে রান করেছেন মাত্র ১৩৪।
যেখানে টেস্টে ৬৬ ম্যাচ খেলে তার ব্যাটিং গড় ৫৩.৪০। যে কারণে সিরিজের আগে ইংল্যান্ডের মাটিতে নিজেকে তৈরি করে নিতে চেয়েছিলেন অধিনায়ক কোহলি। কিন্তু তার সে পরিকল্পনা বৃথায় পরিণত হয়।