বাংলাদেশ সিরিজের আগে উইন্ডিজ দলে স্মিথ

ছবি:

বাংলাদেশের বিপক্ষে আগামী জুলাইয়ে হোম সিরিজ খেলবে উইন্ডিজরা। তবে টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে এশিয়ার আরেক পরাশক্তির বিপক্ষে লড়বে ক্যারিবিয়ানরা।
জুনে শ্রীলংকার বিপক্ষে সিরিজ রয়েছে তাদের। আর আসন্ন হোম সিরিজের জন্য ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আর টেস্ট সিরিজের জন্য ঘোষিত এই স্কোয়াডে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন স্মিথ। তিন ম্যাচ সিরিজের জন্য আগের সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার জন ক্রিকেটার।

২০০৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর দেশের হয়ে মোট ৩৮টি টেস্ট খেলেছেন স্মিথ। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ দেশের হয়ে খেলেছেন ২০১৫ সালে।
স্মিথের ফেরার এই সিরিজে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জামার হ্যামিল্টন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইংল্যান্ড সফরে ভালো করায় তাকে দলে ডেকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সবশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়া চার ক্রিকেটার হলেন সুনিল অ্যামব্রিস, জার্মেইন ব্ল্যাকউড, আলজারি জোসেফ এবং র্যামন রেইফার।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড:
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাফেট, রোস্টন চেজ, মিগুয়েল কামিনস, শেন ডওরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জামার হ্যামিল্টন (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শাই হোপ, কিরন পাওয়েল, কেমার রোচ এবং ডেভন স্মিথ।