promotional_ad

ইডেনে পারবে তো সাকিবরা?

promotional_ad

জিতলেই ফাইনাল, শুনতে সহজ মনে হলেও কাজটা বড়ই কঠিন। চেন্নাই সুপার কিংস আগে ভাগেই ফাইনাল নিশ্চিত করে বসে আছে। তবে তারা এখনও নিশ্চিত নয় ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা।


তবে আজই জানা যাবে চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে লড়বে কে। ঘরের মাঠে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আতিথ্য দিবে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।


এলিমেনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাকফুটে থেকেও জয়ী দল হিসেবে মাঠ ছেড়েছে দীনেশ কার্ত্তিকের দল। যেকারণে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দলটি। পাশাপাশি ঘরের মাঠে খেলা হওয়ার কারণে বাড়তি সুবিধা পাবে কেকেআর।



promotional_ad

অন্যদিকে নিজেদের শেষ চার ম্যাচে টানা হারের মুখ দেখতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। রাউন্ড রবিন লীগে দারুণ খেলা দলটি হুট করেই খেই হারিয়ে বসেছে। জয়ের মুখ না দেখা দলটি অবশ্যই চাইবে নিজেদের সেরাটা দিতে। 


তাইতো সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তারা। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে হায়দ্রাবাদের একাদশে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতেই চাইবেন অধিনায়ক উইলিয়ামসন।


আর ঘরের মাঠে শেষ ম্যাচে দারুণ খেলেছেন আন্দ্রে রাসেল-দিনেশ কার্ত্তিক। যেকারণে ব্যাটিং অর্ডারে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই তাদের। তবে বোলিংয়ে দুই একটি পরিবর্তন আনতে পারেন অধিনায়ক কার্ত্তিক। 



কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দিনেশ কার্ত্তিক (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, শুভম্যান গিল, জিভন সেয়ারলেস, কুলদীপ যাদব, পীযুষ চাওলা, প্রসিদ্ধ কৃষ্ণ


সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশঃ শিখর ধাওয়ান, শ্রীভাতস গোস্বামী, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball