আইসিসির ডেভেলপমেন্ট দলে বাংলাদেশের তিন ক্রিকেটার

ছবি:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উইমেনস ডেভেলপমেন্ট দলে ডাক পেয়েছেন বাংলাদেশ দলের তিন নারী ক্রিকেটার। তারা হলেন অধিনায়ক রুমানা আহমেদ, পেসার জাহানারা আলম এবং স্পিনার খাদিজাতুল কুবরা।
ক্রিকেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সুপার লিগের দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দল। সেই দলেই ডাকা হয়েছে বাংলাদেশের এই তারকাদের।
ইংল্যান্ডের মাটিতে আগামী ১৫ জুলাই মাঠে গড়াবে এই সিরিজটি। চলবে ২১ জুলাই পর্যন্ত। এই দলে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের কোনো ক্রিকেটারকে ডাকা হয়নি। নিচের সারির দলের ক্রিকেটারদের নিয়েই এই আয়োজন করেছে আইসিসি এবং ইসিবি।

বাংলাদেশ দলের তিন নারী ক্রিকেটার ছাড়াও ১৩ সদস্যের দলে রয়েছেন আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি এবং উগান্ডার দুজন করে ক্রিকেটার। স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের একজন করে নারী ক্রিকেটার আইসিসির এই দলে সুযোগ পেয়েছেন।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি২০ ক্রিকেটের আসর বিগ ব্যাসে খেলার জন্য রুমানা-খাদিজারা ইংল্যান্ডে গিয়েছিলেন। ম্যাচ খেলার সুযোগ না হলেও আবহাওয়ার সাথে পরিচিতিটা ভালোই হয়েছে তাদের। তবে এবার প্রথমবারের মতো ইংল্যান্ডে খেলতে যাবেন জাহানারা আলম।
আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট স্কোয়াড: রুমানা আহমেদ, জাহানারা আলম ও খাদিজাতুল কুবরা (বাংলাদেশ), গ্যাবি লুইস ও লাকি ও’রেইলি (আয়ারল্যান্ড), স্টেয়ার ক্যালিস ও হিদার সিজার্স (নেদারল্যান্ডস), কাইয়া আরুয়া ও রাভিনি ওয়া (পাপুয়া নিউগিনি), জেরট্রাদ ক্যানডিরু ও ইম্যাকুলেট নাকিসুয়ি (উগান্ডা), সারাহ ব্রাইস (স্কটল্যান্ড), এশা ওযা (সংযুক্ত আরব আমিরাত)।