বোর্ডারকে ছুঁলেন কুক

ছবি:

বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচে মাঠে নেমেই দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।
ইংল্যান্ডের হয়ে টানা ১৫২টি টেস্ট খেলছেন এই ইংলিশ তারকা। আর তাতেই অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তী অ্যালান বোর্ডারকে ছুঁয়েছেন কুক। কোন দলের হয়ে টানা সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি ছিল বোর্ডারের দখলে।
তিনি অস্ট্রেলিয়ার হয়ে টানা ১৫৩ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন। তবে, কুকের সুযোগ আছে বোর্ডারকেও ছাড়িয়ে যাওয়ার। এই তালিকায় বোর্ডার ও কুকের পরেই আছেন মার্ক ওয়াহ। তিনি অস্ট্রেলিয়ার হয়ে টানা ১০৭ টি টেস্ট খেলেছিলেন।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টানা টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি অনেকদিন আগেই নিজের করে নিয়েছেন কুক। টানা ৬৫ টি টেস্ট ম্যাচ খেলে কুকের নিচেই আছেন অ্যালান নট ও ইয়ান বোথাম।
ফলে বোঝাই যাচ্ছে তাকে ছোঁয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে অন্য ক্রিকেটারদের। কুক অবশ্য ব্যাট হাতে যে ফর্মে আছেন, তার ইংল্যান্ড দল থেকে তার বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই দলে। ফলে এই রেকর্ডটি সবার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ারও সুযোগ থাকছে।
এদিকে দীর্ঘ দুই বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। দেশের বাইরে এই সংস্করণে ১৩ ম্যাচ জয়হীন ইংল্যান্ড। এই ম্যাচে জয়ে পেতে কুকের ব্যাটেই তাকিয়ে থাকবে দলটি।