promotional_ad

ক্রিকেটকে বিদায় বললেন এড জয়েস

promotional_ad

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, আইরিশ ক্রিকেটার এড জয়েস। বৃহস্পতিবার এক বার্তায় তিনি জানিয়েছেন তাৎক্ষণিক ভাবে সব ধরণের ক্রিকেট থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


কদিন আগেই আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ৭৮ টি ওয়ানডে ও ১৮ টি টি২০ খেলেছেন এই তারকা। এখন তিনি আইরিশ পারফরমেন্স সিস্টেমের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।


অবসরের কথা জানিয়ে জয়েস বলেছেন, "আমার মনে হয় খেলা বন্ধ করার এখনই সঠিক সময় এবং নতুন একটি অধ্যায় শুরু করার। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট ম্যাচটি অবিশ্বাস্য কয়েকটি দিন ছিল এবং এটি একটি নিখুঁত খেলা ছিল পেশাদার ক্রিকেটকে বিদায় বলার জন্য।



promotional_ad

নতুন ভূমিকা নিয়ে জয়েস জানিয়েছেন, "ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের কোচিং সেটআপে জড়িও হওয়ার সুযোগ করে দেয়ার জন্য। আমি জানি যে কোচিং শিল্পের অনেক জ্ঞান আছে আমার মধ্যে। আমি জানি আমার মধ্যে এমনও কিছু জ্ঞান রয়েছে যা আমি আইরিশদের নতুন জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।"


যে দশ জন ক্রিকেটার দুই দেশের হয়ে ক্রিকেট খেলার গৌরব অর্জন করেছেন এড জয়েস তাদেরই একজন। তিনি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি২০ খেলেছেন। ৬১ টি ম্যাচে ২১৫১ রান নিয়ে আয়ারল্যান্ডের পঞ্চম সর্বাধিক রানের অধিকারী হয়ে ক্রিকেট ছেড়েছেন এই মারকুটে ব্যাটসম্যান।


২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানের দাপুটে এক ইনিংস খেলেছিলেন তিনি। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সংগ্রহ। ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৭ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২৭.৭০ গড়ে করেছেন ৪৭১ রান।



প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫৫ টি ম্যাচ খেলে ৪৭.৯৫ গড়ে ১৮ হাজার ৪৬১ রান করেছেন তিনি। রয়েছে ৪৭ টি শতরানের ইনিংস। খেলেছেন কাউন্টি দল মেরিলবোন ক্রিকেট ক্লাব, মিডেলসেক্স ও সাসেক্সের হয়ে। হুট করেই প্রায় এক যুগের ক্যারিয়ারের সমাপ্তি টানলেন এই আইরিশ তারকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball