পুরোনো ফিজকে ফিরিয়ে আনতে মুম্বাইয়ের প্রচেষ্টা

ছবি:

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের কাটার-স্লোয়ার অনেক কার্যকর ছিল তার ক্যারিয়ারের শুরুতে। কাঁধের চোটের পর অ্যাকশনে কিছুটা পরিবর্তন হয়েছে তার। এরই প্রভাব পড়েছে বোলিংয়ে। চোটের পর খুব একটা ছন্দে নেই কাটার মাস্টার।
তবে মুস্তাফিজের হারানো স্লোয়ার ফিরিয়ে আনতে সব রকমের চেষ্টাই করেছে তার আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স। হারানো মুস্তাফিজকে ফিরিয়ে আনতে রীতিমত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে তারা।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে মুস্তাফিজের দোভাষী হয়ে কাজ করা নাফিস ইকবাল। মূলত মুস্তাফিজকে আগামী মৌসুমে ধরে রাখার পরিকল্পনা নিয়েই এই কাজ করেছে মুম্বাই। নাফিস ইকবালের ভাষ্যমতে,

"মুস্তাফিজের অনেক কিছুই তারা বের করার চেষ্টা করেছে। সে কোন বোলিংয়ে বেশি স্বচ্ছন্দ, সেটা বিশ্লেষণ করা হয়েছে। পরের বছর যদি মোস্তাফিজকে ধরে রাখে, সেভাবে পরিকল্পনা করেছে। ওর স্লোয়ার বলটা নিয়ে কিছু কাজ হয়েছে। সে যে কাঁধের চোটে পড়েছিল, এই চোটের পর ছন্দে একটু ব্যাঘাত ঘটেছে। ও না খেললেও ওকে ভীষণ গুরুত্ব দিয়েছে। ফিজিওকে দিয়ে আবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আগে তার স্লোয়ার বলটা যেভাবে কার্যকর ছিল, সেটা আবার কীভাবে ফিরিয়ে আনা যায়, সেটি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে।"
শুরু থেকেই মুম্বাইয়ের একাদশে ছিলেন মুস্তাফিজ। তবে দলের টানা ব্যর্থতায় জায়গা হারাতে হয় তাকে। তার বদলে একজন বাড়তি ব্যাটসম্যান খেলিয়েছে দলটি। আর তাতে সাফল্যও ধরা দিয়েছে। ফলে সুযোগ হয়নি মুস্তাফিজের। একাদশে না থাকলেও মুস্তাফিজকে নিয়মিত ঝালাই করেছেন মালিঙ্গা-বন্ডরা। এই টাইগার পেসারকে বলা হয়েছিল, পারফরমেন্স নয়, সমন্বয়ের জন্যই একাদশের বাইরে রাখা হয়েছিলো তাকে। এমনটাই জানিয়েছেন নাফিস ইকবাল।
"একাদশ থেকে বাদ পড়লে অনুশীলন কিংবা দলের অন্যান্য কার্যক্রমে একজন খেলোয়াড়ের গতি কিছুটা কমে যায়। ওর ক্ষেত্রে সেটা হয়নি। তাকে নিয়ে যথেষ্ট কাজ হয়েছে। দলের প্রয়োজনটাই আগে দেখতে হবে। মুস্তাফিজ এটা ভালোভাবেই বুঝেছে। তাকে যখন বিশ্রাম দেওয়া হয়েছে, তখন ওর সঙ্গে মাহেলা, বন্?? আলোচনা করেছে। ওকে বলা হয়েছে পারফরম্যান্স নয়, দলের সমন্বয়ের কারণে তাকে একাদশের বাইরে রাখা হচ্ছে।"