মুস্তাফিজের বাদ পড়ার কারণ জানালেন নাফিস

ছবি:

টান তৃতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। গত দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেললেও এবার মাঠ মাতিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। শুরু থেকেই মুম্বাইয়ের একাদশে নিয়মিত ছিলেন মুস্তাফিজ।
তবে মাঝ পথে দলের টানা ব্যর্থতায় একাদশে জায়গা হারান মুস্তাফিজুর। গ্রুপ পর্বে দলটির শেষ ম্যাচে খেলেছিলেন এই পেসার। তবে বলার মতো কিছু করতে পারেননি। দলও শেষ চারে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। আইপিএল শেষে দুদিন আগেই দেশে ফিরেছেন এই টাইগার ক্রিকেটার।
আইপিএলের এবারের আসরে এই টাইগার পেস তারকার দোভাষী হিসেবে কাজ করেছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। আইপিএল মিশন শেষে তিনিও দেশে ফিরেছেন বুধবার রাতে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি মুস্তাফিজের আইপিএল মিশন নিয়ে কথা বলেছেন।

তিনি জানিয়েছেন টানা ম্যাচ খেলতে থাকা মুস্তাফিজের বাদ পড়ার কারণও। নিয়মিত উইকেট না পেলেও মুস্তাফিজকে একাদশে রাখার পক্ষেই ছিল মুম্বাই। তবে, টানা হারের মধ্যে থাকায় একজন বোলার কমিয়ে, ব্যাটসম্যান খেলানোর চেষ্টা করেছে দলটি, একাণেই বাদ পড়তে হয়েছিলো কাটার মাস্টারকে। এমনটাই জানিয়েছেন নাফিস।
"মোস্তাফিজকে তারা অনেক গুরুত্ব দিয়েছে। মোস্তাফিজ ভালো বোলিংও করেছে। সমস্যাটা হয়েছে, দল যখন জিততে পারছিল না, তারা তখন কম্বিনেশনটা পরিবর্তন করেছে। একজন বোলার কমিয়ে ব্যাটসম্যান খেলানোর চেষ্টা করেছে। মোস্তাফিজ ভালো করছিল। তবে অন্য যারা ছিল, তারা বাদ দেওয়ার মতো অবস্থায় ছিল না। মিচেল ম্যাকক্লেনহান উইকেট পাচ্ছিল, তাকে বাদ দিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।"
আইপিএলের এবারের আসরের শুরু থেকেই মুম্বাইয়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ব্যাটিং। ওপেনিং কম্বিনেশন খুঁজে পেতেও তাদের বেশ কয়েকটি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর মিডল অর্ডারের শূন্যতা পূরণ করতে মুস্তাফিজকে বসিয়ে খেলানো হয় বেন কাটিংকে। মূলত দল সমন্বয়ের কারণেই বাদ পড়তে হয়েছিল মুস্তাফিজকে। এই প্রসঙ্গে নাফিস বলেছেন,
"বেন কাটিং খেলেছে, যেহেতু আরেকজন ব্যাটসম্যানের দরকার ছিল। মুম্বাইয়ের বোলিংয়ের চেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডার। কাটিংয়ের ব্যাটিং সামর্থ্যকে তাই গুরুত্ব দেওয়া হয়েছে। এক-দুটি ম্যাচ বাদে মোস্তাফিজ বেশ ইকোনমিক্যাল বোলিং করেছে। দলের সমন্বয়ের কারণে ওকে একাদশের বাইরে থাকতে হয়েছে। রোহিত শর্মা থেকে শুরু করে মালিঙ্গা, বন্ড এমনকি ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরা মোস্তাফিজকে ভীষণ স্নেহ করেছে এবং গুরুত্ব দিয়েছে।"