ব্যাটিংয়ের খুটিনাটি নিয়ে সৌম্যের সাথে কারস্টেনের আলাপ

ছবি:

শুরুর দিকে জাতীয় দলে ওপেনার হিসেবে খেললেও সময়ের সাথে সাথে ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয়েছে সৌম্য সরকারকে। গেল নিদাহাস ট্রফিতে প্রত্যেক ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এসেছে তার।
কোন এক পজিশনে নিজেকে স্থির করতে পারেননি যেকারণে রানের মধ্যে ছিলেন না। সেই সিরিজের পাঁচ ম্যাচ মিলে করেছেন মাত্র ৫০ রান। ফর্মহীনতায় গেল সিরিজ কাটানো সৌম্যকে আফগানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজেও দলে রেখেছেন নির্বাচকরা।
তার উপর নির্বাচকরা আস্থা রাখাই তাদেরকে হতাশ করতে চান না সৌম্য। বৃহস্পতিবার বাঁহাতি এই ব্যাটসম্যান টাইগারদের অনুশীলন শেষে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। জানিয়েছেন, চেষ্টা করেন সব সময়ই ভালো খেলার। দল যেখানে চাইবে সেখানেই ব্যাট করতে প্রস্তুত তিনি। সৌম্য বলেন,

'চেষ্টা করি সব সময়ই ভালো খেলার। ভালো খেলার উপরে কোন কিছু নাই। দল যদি মনে করে যে আমাকে পাঁচ নম্বরে খেলতে হবে তাহলে আমি সেখানে খেলতেও প্রস্তুত।
আর যেখানেই খেলিনা কেন সেখানেই পারফর্ম করতে হবে। রান করলে নিজের কাছেই ভালো লাগবে। নিদাহাস ট্রফিতে যা হয়ে গিয়েছে সেটা নিয়ে চিন্তা করলে আমি নিজেই পিছিয়ে যাবো। সামনের সিরিজে কিভাবে ভালো করা যায় এটাই এখন মূল লক্ষ্য।'
এদিকে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কারস্টেন। বাংলাদেশে এসে কোচ ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি আলাপ করেছেন সৌম্য'র সাথে। আর কারস্টেনের সাথে কথা নিয়ে সৌম্য জানালেন,
'উনার সাথে আসলে নিজের খেলা নিয়ে কথা বলেছি। উনি আমাকে জিজ্ঞেস করেচিলেন আমি কোথায় খেলি, কোন পজিশনে ব্যাট করতে পছন্দ করি এই আরকি। আমার মতামত জানতে চেয়েছিলেন আরকি।'