তিন কোচ দিয়ে কি হবে?

ছবি:

কোচ ইস্যু নিয়ে সমস্যার সমাধান দিতে বাংলাদেশে এসেছিলেন দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কারস্টেন। এখানে এসে বোর্ডের লোকজন, বিসিবি সভাপতি এবং ক্রিকেটারদের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করেছেন তিনি।
কোচ নিয়োগর ব্যাপারে তার কাছ থেকে সমাধানও পেয়েছে বিসিবি। জানা গিয়েছিল আগামী মাসের ১৫ তারিখের মধ্যে কোচ নিয়োগ করবেন তারা।
এদিকে সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আরও পরামর্শ দিয়েছেন, তিন ফরম্যাটে তিনজন কোচ নিয়োগ দেয়ার জন্য। বিসিবি তার পরামর্শটি মাথায় রেখেছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি।
তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা মনে করেন, বাংলাদেশ এখনও সেই পর্যায়ে যায়নি যে তিন ফরম্যাটে তিনজন কোচের প্রয়োজন হবে তাদের। তিন কোচ দিয়ে কি হবে? সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ জানান,

'ওয়ার্ল্ড কাপ খুব কাছে চলে এসেছে। বিগ নেমের পিছনে ঘুরে ঘুরে আমাদের সময় নষ্ট হচ্ছে। যত তারাতারি সম্ভব কোচ নিয়োগ দেয়া দরকার।
দুই কোচ, তিন কোচ নেয়ার কোন দরকার আছে বলে আমি মনে করিনা। একজনকে দিয়েই সব হয়ে যাওয়ার কথা।'
অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট একই মন্তব্য জানিয়েছেন। তিনি মনে করেন এখনো আলাদা কোচ রাখার সময় আসেনি। তিনি জানান,
'আমার কাছে মনে হয় না বাংলাদেশ ক্রিকেট দলের এখনই আলাদা কোচ রাখার খুব দরকার আছে। অস্ট্রেলিয়া-ইন্ডিয়ার মত দলগুলোর জন্য তিন কোচের দরকার হতে পারে।
কিন্তু আমাদের তিন ফরম্যাটে প্রায় একই ক্রিকেটাররা খেলে থাকেন তাই এইটাতে আমি সমর্থন দিচ্ছিনা।'
সূত্রঃ সময় টিভি