নাসিরকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে বোর্ড

ছবি:

ইনজুরির কারণে এক মাসেরও বেশী সময় ধরে মাঠের বাইরে রয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। তার ইনজুরিও বেশ গুরুতর।
ডানহাতি এই অলরাউন্ডারের ডান-পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে। ইনজুরি গুরুতর হওয়ার কারণে এখন পর্যন্ত তার ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারছিলনা ক্রিকেট বোর্ড।
তবে বুধবার অবশেষে তার ইনজুরির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ফিল্ডারের অপারশন হচ্ছে আগামী মাসেই।

৫ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে পায়ের অস্ত্রোপচার করা হবে এই ব্যাটসম্যানের। নাসিরের অস্ত্রোপচারের ৬০ ভাগ খরচ দেবে বোর্ড।
এ বিষয়ে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তারা অস্ট্রেলিয়ার সাথে ইতিমধ্যে নাসিরের ব্যাপারে আলাপ আলোচনা করেছেন। তিনি জানান,
'নাসিরের ব্যাপারে আমরা অস্ট্রেলিয়ায় যোগাযোগ করেছি। ২৫-২৬ তারিখের দিকে তাকে সিডনিতে পাঠানো হবে। সকল কিছু ঠিক থাকে ৫ তারিখে তার অস্ত্রোপচার করা হবে।'
অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে নাসিরকে। ধারণা করা হচ্ছে খুব সম্ভবত প্রায় ছয় মাসের মত মাঠে নামতে পারবেন না এই অলরাউন্ডার।